এম এইচ সোহেল : সংগ্রাম ছাড়া জীবনে কোন সফলতা আসে না। সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সে জন্য বলা হয় ‘পরিশ্রম সু-ভাগ্যর প্রসুতি’। সফলতা আসে মানুষের মনের ইচ্ছা শক্তি থেকে; মানুষ যা কল্পনা করে তা একদিন পরিশ্রমের মাধ্যমে বাস্তবে রুপ দিতে সক্রম হয়। চীনারা ছিল আফিম খাওয়া জাতি, সন্ধার পর আফিন খেয়ে ঝিমিয়ে পড়তো! কোন কিছুর আর খবর থাকতো না। গণচীনের বিপ্লবী নেতা মাও-সেতুন অনেক চেষ্টা করিও চীনা জাতিকে জাগাতে পারলেন না। তখন তিনি চীনা জাতিকে জাগানোর জন্য একটি গল্প বললেন: এক বৃদ্ধা ছিল, তার বাড়ি ছিল গভীর পাহাড়ে,তার বাড়ি থেকে বাজারে যেতে ৪/৫ কিলোমিটারের পাহাড়ি দুরত্ব ছিল। একদিন সে বৃদ্ধা সিদ্ধান্ত নিল পাহাড় কেটে বাজারে যাওয়ার জন্য রাস্তা করবে। সে ৮০ বছরের বৃদ্ধা মাঝ রাতে হঠাৎ একদিন পাহাড় কাটা শুরু করলো। তখন গ্রামের মানুষ জেগে উঠে তাকে জিজ্ঞেস করল, কি করছো বৃদ্ধা?সে জবাব দিল, আমি বাজারে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছি। গ্রামবাসি হেসে- হেসে বলল: কত বছরে এই রাস্তা তৈরি করবে? বৃদ্ধা জবাব দিল, আজ আমি শুরু করলাম, আমার পর আমার ছেলেরা কাটবে এরপর নাতিরা কাটবে কিন্তু একদিন রাস্তা হবেই। ক্রিকেট ইতিহাসে যে সবচেয়ে বেশি শতরান করেন শচিন টেন্ডুলগার, সে শচিন ৭৯ তম ম্যাচে প্রথম শতরান করেন। সফলতা একদিনে আসে না। KFC এর মালিক কর্ণেল স্যান্ডোস ৬৫ বছর বয়সে নিজের তৈরি রান্ন করা খাওয়া ঘরে ঘরে গিয়ে বিক্রয় করতেন, কয়েক শত ঘর ঘুরার পর প্রথম কাস্টমার পান। সে KFC এখন জগত খ্যাত প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মহিলা লেখক জেকে রাওলিং ছিলেন দরিদ্র পরিবারের মেয়ে। প্রথম তা বইগুলো কোন প্রকাশী প্রকাশ করতে চায়নি, অনেক প্রকাশনীর ধাড়ে ধাড়ে ঘুরেছিলেন, কিছু দিন পর তার বই লাখ লাখ কপি বিক্রি হয়। তার লেখা দিয়ে তৈরি হয় বিশ্বখ্যাত মুভি ‘হ্যারি পটাস’ যে মুভি কোটি কোটি ডলার ইনকাম করে। রবার্ট ফুলটন যখন জাহাজ আবিষ্কার করে হাডসন নদীতে প্রদর্শনের কথা ভাবছিলেন, তখন অনেকে বলেছিলেন জাহাজ কখনো পানি চলবে না। আর যখন জাহাজ চললো তখন তারা আবার বলেছিল এ জাহাজ কখনো থামবে না। কাঠুরের সন্তান আব্রাহাম লিংকন নিজেও বাবার সাথে ছোটবেলায় কাঠ কাটতেন। কিন্তু স্বপ্ন দেখতেন একদিন White House যাবেন। বারবার সর্বক্ষেত্রে পরাজিত হওয়ার পরও ১৯৬১ সালে আমিরিকার ১৬ তম প্রসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। যাকে আমিরিকার সর্ব যুগের সেরা প্রসিডেন্ট বলা হয়ে থাকে।