জামাল উদ্দিন স্বপন:
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে দেশের প্রায় সব জেলায় গিয়েছিলেন তিনি। আশির দশক,নব্বইয়ের দশকে দলের কঠিন দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে যে কয়জন বিশ্বস্ত সাংবাদিক ছিলেন তাদের অন্যতম একজন তিনি।ওই সময়ে উনার সাথে যারা ছিলেন তাদের কেউ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা,কেউ হয়েছেন এমপি,মন্ত্রী।বাংলাদেশ আওয়ামীলীগ চার মেয়াদ ক্ষমতায়।যেখানে পাপলু দম্পতিরা এমপি হয়, কেউ মন্ত্রী হয়। অনেকেই ২০১০ সালের পর আওয়ামীলীগার হয়ে টেলিভিশন চ্যানেলের মালিক হয়েছেন।
দলের দুঃসময়ের #নঈম_নিজাম ভাই কিন্তু কিছুই চান নি।উনি চাইলে হতে পারতেন বিপুল অর্থবৃত্তের মালিক,টেলিভিশন চ্যানেলের মালিক।
উনি চান মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদে থাকুক।গণমানুষের দল বাংলাদেশ আওয়ামীলীগ যেন গণমানুষের দলই থাকে।দলে যেন কোন দূর্নীতিবাজের স্থান না হয়।তাই তিনি দূর্নীতিবাজ, সুবিধাবাদী বিরুদ্ধে অকপটে লিখে যাচ্ছেন।এজন্য দূর্নীতিবাজ, হাইব্রিডদের গায়ে জ্বালা শুরু হয়েছে।
নঈম নিজামরা দলের দুঃসময়ে দলের জন্য নিঃসার্থে কাজ করে যান,হঠাৎ আওয়ামীলীগার হয়ে ক্ষমতার সুফলভোগী নন।
তাই আমাদের বৃহত্তর জোড্ডা ইউনিয়নের কৃতি সন্তান, প্রিয় নেতা নঈম নিজাম ভাইয়ের জন্য জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে শুভ কামনা রইল।