শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রেপলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বড় ভাই এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক (৭০) বৎসর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহি… রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই এবিএম ফজলে শহীদ চৌধুরী।পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব হলে তাকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।শুক্রবার জুমার নামাজের পর রাউজানের গ্রামের বাড়ি গহিরায় তার জানাজা অনুষ্ঠিত হবে।তিনি পাকিস্তান সরকারের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।