1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেট-সুনামগঞ্জে পাঁচ চিকিৎসকসহ ৮৮ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

সিলেট-সুনামগঞ্জে পাঁচ চিকিৎসকসহ ৮৮ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১২৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেট-সুনামগঞ্জে পাঁচ চিকিৎসকসহ ৮৮ জন করোনায় আক্রান্ত
সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় পাঁচ চিকিৎসকসহ ৪১ জন ও সুনামগঞ্জ জেলার ৪৭ জন।

বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এ ৮৮ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের দুইজন, গোলাপগঞ্জের একজন, দক্ষিণ সুরমার একজন ও বিয়ানীবাজারের একজন রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জের ছাতকের একজন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার একজন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের একজন।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের দ্বিতীয়বারের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার রাতে ইমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছিল। পরে আরও একবার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

এরপর ১৪ জুন ইমন ফের নিজের নমুনা জমা দেন। পরদিন ১৫ জুন সেই নমুনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার সেই নমুনা পরীক্ষার ফলাফল আসে এবং জানা যায় ইমনের করোনা নেগেটিভ।

বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন শাবিপ্রবির ল্যাবে ২৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৭৩টি নমুনা গ্রহণ করা হয় এবং এর সবগুলো পরীক্ষা করা হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৮৮৯ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭৫৮ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন। এ বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম