1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২২৫ বার

|এডভোকেট মাওলানা রশীদ আহমদ|
এক.
বাংলাদেশের জন্মের পূর্বলগ্ন থেকেই রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথে জিয়াউর রহমানের সংযোগ।জিয়াউর রহমানের লেখা “অামাদের পথ” প্রবন্ধটি পড়লে তাই মনে হয়।ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সশস্ত্র লড়াইটাও শুরু পাক ভারত যুদ্ধে খেমকারান সীমান্তে ১৯৬৫ সালে। বীরের মতই লড়েছেন।যুদ্ধই যেন তার জীবন। ১৯৭১ সালে স্ত্রী পুত্র নিজের ভবিষ্যতের দিকে না থাকিয়ে দেশমাতৃকার জন্য স্বাধীনতার ঘোষনা দিয়ে জিয়াউর রহমান নিজের জীবনের যে ঝুকি নিয়েছেন পৃথিবীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তা বিরল ঘটনা।মুক্তিযুদ্ধ ব্যর্থ হলে তাঁর পরিনতি ছিল নিশ্চিত ফাঁসি!চাইলেই পালিয়ে যেতে পারতেন অনেকের মত ভারত কিংবা পাকিস্তানে!কিন্তু বাস্ততা হলো জিয়াউর রহমানদের রক্ত পালাতে জানেনা,অাত্মসমর্পন করতে জানেনা,পারেনা দেশমাতৃকার দুর্দিনে নিষ্ঠুর সন্তানের মত বসে থাকতে।জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে যে বিপ্লবী চেতনার শুভ সূচনা করেছিলেন যুগের পর যুগ কখনও দেশনেত্রী কখনও দেশনায়কের হাত ধরেই সে সংগ্রাম চলছে অাজো অবিরাম।

দুই.
একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াকে মানতে যাদের কষ্ট হয় তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাধারী নাকি ইতিহাসের উচ্ছিস্ট বলবে তা সময়ই বিবেচনা করবে।ওসমানী ও খালেদ মোশাররফদের ট্রেডিশনাল কনভেনশনাল ওয়ারের পলিসিতে মুক্তিযোদ্ধারা যখন একাত্তরে মার খাচ্ছিল,মারা যাচ্ছিল,যুদ্ধ ক্ষেত্রে সমন্বয় হীনতা চরমভাবে পরিলক্ষিত হচ্ছিল,তখনি কলকাতার সেক্টর কমান্ডার্স কাউন্সিলে মেজর জিয়াউর রহমান “ওয়ার কাউন্সিল” গঠনের প্রস্তাব করেছিলেন।জিয়া উপলব্দি করতে পেরেছিলেন শুধু কনভেনশনাল ওয়ারে পাকিস্তানীদের পরাজিত করা কঠিন হবে।তাই তিনি গেরিলা যুদ্ধের উপর জোর দেন।ওসমানী যেহেতু সেক্টর কমান্ডারদের সমন্বয় করতে পারছিলেন না,অনেকেই বলে থাকেন ভারতীয় জেনারেলরা তাকে কাজ করার সুযোগও দিচ্ছিল না! জিয়া তার ওয়ার কাউন্সিলে ওসমানীকে প্রতিরক্ষা মন্ত্রী করে পাঁচজন তরুন মেজরের হাতে যুদ্ধ পরিচালনার সামরিক দায়িত্ব অর্পনের প্রস্তাব করেন। এই প্রস্তাবে তাজউদ্দিন,একে খন্দকার,সকল সেক্টর কমান্ডাররা (খালেদ মোশাররফ ছাড়া,তিনি ছিলেন ভারতপন্হী অাওয়ামীলীগার ও ওসমানীর সমর্থক) সমর্থন করে।দুঃখজনক বিষয় হলো ওসমানী বিষয়টিকে তার প্রতি অপমান করা হয়েছে মনে করে সাথে সাথে বলেন তিনি পদত্যাগ করবেন! এদিকে খালেদ ও ভারতীয় চক্রান্তের ফলে জিয়ার প্রস্তাবিত ওয়ার কাউন্সিল অার অালোর মুখ দেখেনি! বিএনপি পন্হী বুদ্ধিজীবীদের মুখেও জিয়ার ওয়ার কাউন্সিল নিয়ে খুব একটা অালোচনা শুনিনা।এ প্রস্তাবটি গৃহীত হলে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস হয়তবা অন্যদিকে মোড় নিতে পারত।

তিন.
সিপাহী জনতার বিপ্লবে জিয়াউর রহমান কেন গুরুত্বপূর্ন? প্রশ্নটি মুখোমুখি হই প্রায়ই,বার বার। আগস্টের রক্তাক্ত ঘটনার পর ক্ষমতায় আসেন আওয়ামীলীগ নেতা খন্দকার মোশতাক যিনি মুজিব সরকারেই মন্ত্রী ছিলেন! রাষ্ট্রের ক্ষমতা দৃশ্যত চলে যায় বঙ্গভবনে অবস্থান নেয়া মেজর রশিদ ফারুকসহ ছয় মেজরের হাতে,যারা মোশতাকের চেয়েও ক্ষমতাশীল ব্যক্তিতে পরিনত হন,তারা বঙ্গভবনেই থাকতেন, রাষ্ট্রপতিকে দিয়ে সকল কাজ করাতে বাধ্য করতেন। জিয়া তখন সেনাপ্রধান। একজন পেশাদার সামরিক অফিসার হিসাবে আগস্টের ঘটনার দ্বারে কাছেও তিনি ছিলেন না। তবে সেনাবাহিনীতে জিয়ার স্বাধীনতা ঘোষনা এবং ব্যক্তি জীবনে সততার জন্য আগে থেকেই ছিলেন তুমুল জনপ্রিয়।অনেক সৈনিকের কাছে নায়ক,মহানায়ক।এদিকে আওয়ামী লীগের মদদপুষ্ট ভারত পন্হী ব্রিগ্নেডিয়ার :খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়ত জামিলের নেতৃত্বে ৩ নবেম্ভর সেনাবাহিনীতে একপাল্টা সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়। তারা এটাকে আগস্টের প্রতিশোধ হিসাবে প্রচার করে। খালেদ নিজেকে সেনাপ্রধান ঘোষনা করে।জিয়াকে সেনাপতি থেকে করা হয় গৃহবন্দি!এদিকে আগস্টের অভ্যুত্থান কারীরা এটাকে ভারতপন্হীদের সরকার ঘটনের এক আলামত ভেবে ৩রা নবেম্বার রাতেই জেল খানায় হত্যা করে জাতীয় চার নেতাকে।এ রকম এক টালমাটাল অবস্থায় সাধারন জনগন,বিপ্লবী সৈনিক সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিপ্লবী সদস্যরা সেনাবাহিনীর রক্তপাত বন্ধ ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে ৭ নবেম্ভর সিপাহী জনতার এক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে।বিদ্রোহী সৈনিকেরা হত্যা করে খালেদ মোশাররফকে। ৩ রা নভেম্বর থেকে ৭ নভেম্বর দেশে এক সরকার বিহীন অবস্থায় চলে। ৭ নবেম্বর এই স্লোগানে কম্পিত হয় ক্যান্টনমেন্ট,রাজপথ -“নারায়ে তাকবীর
আল্লাহু আকবার
সিপাহী জনতা ভাই ভাই “।
চার.
সেদিন জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে এসে ট্যাংকে উঠে সাধারন জনগনের উল্লাস এবং কামানের গলায় মানুষের মালা পরানোর দৃশ্য সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। সামরিক শাসকেরা ক্ষমতা জোর করে নিলেও জিয়াউর রহমানকে জনগনই জোর করে ক্ষমতায় বসিয়েছে,সামরিক স্বৈরাচারের সাথে জিয়াউর রহমানের পার্থক্য এখানেই।তিনি ক্ষমতা চাননি,ক্ষমতা তাকে দেয়া হয়েছে। কর্নেল তাহের সেনাবাহিনীতে রাজনৈতিক শাখা তৈরি করেছিলেন।উদ্দেশ্য সমাজতন্ত্র কায়েম করা।জিয়া মু্ক্ত হওয়ার পর তাহের তাকে শহিদ মিনারে গিয়ে জাসদের প্রস্তাবিত ১২ দফা ভিত্তিক বাংলাদেশকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষনার দাবী জানায়।একজন ডানপন্থী জাতীয়তাবাদী সামরিক অফিসার জিয়া সংখ্যা গরিষ্ঠ মসুলমানের দেশে সমাজতন্ত্রের আবেদন শূন্য বুঝতে পেরে শহিদ মিনারে না গিয়ে বেতারে জনগনের উদ্দেশ্য ভাষন দেন।জিয়াউর রহমানের কন্ঠ জনগনকে আবার একাত্তরের মত আশ্বস্ত করে। অনেকেই বলেন -তাহের জিয়াকে ক্ষমতায় বসিয়েছে! বাস্তবতা হলো বামপন্থী তাহেরের জনপ্রিয়তা জিয়াউর রহমানের দারে কাছেও ছিলনা। সেই সময় জিয়ার বিকল্প কেউ ছিলনা বলেই সবাই জিয়াকে চেয়েছে। অন্যদিকে সশস্ত্র বাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা নামে রাজনৈতিক শাখা খুলে তাহের সেনাবাহিনীকে বলতে গেলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন।জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মূলত সেনা নায়ক থেকে রাষ্ট্রনায়কের দিকে দাবিত হন।মানুষ স্বাধীনতার সাধ নতুন করে অনুভব করতে থাকে। বন্ধ হয় ক্যান্টনমেন্টের রক্তপাত। তার সরকারের সময় প্রায়১৯টি ব্যর্থ অভ্যুত্থান সংগঠিত হয়।সবগুলোই তিনি সামরিক দক্ষতায় মোকাবেলা করলেও তাকে বাঁচতে দেয়নি অাধিপত্যবাদ অার দখলদারেরা।

পাঁচ.
তিনি এমন এক সময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন যখন দুর্ভিক্ষ,ব্যাংক লুট,জাসদের সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি,সর্বহারাদের সমাজতন্ত্র কায়েমের নামে দেশে ডাকাতি লুটপাট নিত্যনৈমিত্তিক কাজে পরিনত হয়েছিল।সদ্য স্বাধীন একদেশে মানুষ ছিল অসহায়!
এই ধরনের অকর্ম দেখে চলচ্চিত্রকার খান অাতাউর রহমান তো একটা ছবিই বানিয়ে ফেললেন!যার নাম ছিল “অাবার তোরা মানুষ হ”। সেই সময়ে বাংলাদেশের জনগন এমন একজন মানুষকে রাষ্ট্রপতি হিসাবে পেল যিনি তার দেশও জনগনকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাতে জানেন।সাহস দিতে পারেন।দুর্নীতি ছাড়া দেশ চালাতে জানেন।খাল খননের মাধ্যমে ইরি চাষের এক কৃষি বিপ্লবের সূচনা করেন।বাংলাদেশি নতুন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে ডান,বাম,মধ্যম পন্হার সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠা করে রাজনৈতিক অংগনেও সাফল্যের ঝড় তোলেন শহিদ প্রেসিডেন্ট জিয়া।
দলীয় নীতি অাদর্শ ও দর্শনের উপর দলের নেতাকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্তা করেছিলেন তিনি।এমনকি দলীয় দর্শনের উপর পরীক্ষাও নেয়া হত!
এক দলীয় পরীক্ষায় অংশ নিয়েছিল ৬০ জন মন্ত্রী এমপি যেখানে মাত্র ১০ জন পাস করেছিল! তাও অাবার প্রধানমন্ত্রী শাহ অাজীজ ফেইল!ভাবা যায়?
এই ছিলেন জিয়া।

ছয়.
কোনো কোনো ছাত্রসংগঠনের নেতারা যখন ধুতি পান্জাবীতে অব্যস্ত ছিল সেই সময়ে জিয়ার প্রতিষ্ঠিত ছাত্রদলের নেতারা তখন ক্যাম্পাসে কেডস,জিন্স চালু করেছে। ক্যাম্পাস গুলো ছাত্রদলের অভয়ারন্য পরিনত হয়েছিল সে সময়।যদিও বর্তমান বাস্তবতা তেমনটি নেই!একজন প্রেসিডেন্ট কোদাল নিয়ে নেমে পড়েছেন সাধারন শ্রমিকের সাথে! মাইলের পর মাইল হেটেছেন মানুষের সুখ দুখের খবর নিতে।তার সময়ে ভারতের সাথেও সম্পর্ক ছিল চমৎকার।তবে সম্পর্কটা গোলামীর ছিলনা।ছিল সম্মানের, মর্যাদা, বন্ধুতের। চীন জাপান মধ্যপ্রাচ্যের সাথে হৃদ্যতাপূর্ন সম্পর্কে ভারতকেও নড়েচড়ে বসতে হয়েছিল।মুক্তিযুদ্ধ যে স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল জিয়ার শাসনামলে মানুষ সেই বাংলাদেশ পেয়েছিল।সম্প্রতি ১৬ তম সংশোধনিকে অবৈধ ঘোষনা করে দেয়া অাপিল বিভাগের রায়ের ফলে বিচারপতিদের অপসারন সংক্রান্ত ক্ষমতা যে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে যাচ্ছে তাও প্রনয়ন করেছিলেন জিয়াউর রহমান।
ভাবা যায়? বাংলাদেশের একজন রাষ্ট্রপতির প্রস্তাবে দক্ষিণ এশিয়ায় একটি অাঞ্চলিক সংগঠন হয়েছে যা সার্ক নামে পরিচিত। যার প্রস্তাবক জিয়াউর রহমান! কথা নয়,কাজে বিশ্বাসী একজন সফল রাষ্ট্রনায়কের সাদামাটা জীবন ভাল মানুষদের রাজনীতিতে অাগ্রহী করে তুলেছিল। ছোট্ট একজীবনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন কোন অলি গলি নেই যেখানে তিনি বিচরন করেননি।জিয়াউর রহমানের রাজনীতির মূল দর্শনই হচ্ছে বাংলাদেশ পন্হী।ভারত -পাকিস্তান- মার্কিন কিংবা কোন অাধিপত্যবাদ বা সাম্রাজ্যবাদের তাবেদারী নয়,কারো গোলামী নয়, সবার অাগে বাংলাদেশ।জিয়ার দেশপ্রেম বুঝার জন্য প্রায়ই গুন গুন করে গাওয়া তার প্রিয়গানের দুটো লাইনই যথেষ্ট -“প্রথম বাংলাদেশ অামার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ অামার মরণ বাংলাদেশ”

মালয়েশিয়ার মত বাংলাদেশেও একজন মাহাথির মোহাম্মদের জন্ম হয়েছিল।নাম তাঁর জিয়াউর রহমান। অার কিছু দিন বেঁচে থাকলে বাংলাদেশ হয়ত অাজ এশিয়ার অনেক বড় রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিনত হত।দেশীয় ও অান্তর্জাতিক চক্রান্তকারীরা তাকে বাঁচতে দেয়নি। এই মহানায়ক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমার লেখাটি শেষ।

লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, আইনজীবী, সম্পাদক ও প্রকাশক ” গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ ” গবেষক পিএইচডি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম