#
মুক্ত আকাশ চাই- মেঘহীন;
দিগন্তজোড়া সবুজের বুকে
ডানা মেলতে চাই স্বাধীন।
নীড়ে ফেরার অপার সুখে।
ভোর চাই- কুজ্ঝটিকাহীন
দিগ্বিদিক নির্ভয়ে ছুটে,
সোনালি দিন চাই -ভয়হীন
সুপ্তি নিদের যাতনা টুটে,
স্বপ্নিল ধরার চাই-ঐকতান
যেথা নেই ক্ষুধিতের ক্রন্দন!
বিবেকের চাই -উদার আহ্বান
সংকীর্ণতার হোক অবসান।
দেশমাতৃকা চাই-সংঘাতহীন
যেথা প্রাণের বন্ধন চির অম্লান,
একটি সমাজ চাই -ঝঞ্ঝাটহীন
ভালবাসা সেথায় প্রবাহমান।