আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি :
গুইমারা উপজেলার হাফছড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক এমপিও নিয়ে অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
খোজনিয়ে জানাযায়,বিদ্যালয়টি সম্প্রতি এমপিওভূক্ত হয়েছে। তারপর শিক্ষক কর্মচারী এমপিওভূক্তির কাজ শুরু করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন তখন শুরু হয় তার কেরামতি। সরকারী বিধিমোতাবেক এনটিআরসির নিয়োগপ্রাপ্ত শিক্ষককে বাদ দিয়ে অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির মাধ্যমে টাকার বিনিময়ে অন্যপ্রতিষ্টানে খন্ডকালীন শিক্ষকদের ভূয়া নিয়োগ দেখিয়েছেন প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সায়মন মারমা জানান গত ২৭/১০/২০১৬ ইং তারিখে নিয়োগপত্র পেয়ে যোগদান করি পরবর্তীতে প্রধান শিক্ষক আমার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা নেয় এবং আর-ও ৫০ হাজার টাকা দিতে চাপদেয় আমি দেইনি। পরে তিনি সুকৌশলে আমাকে স্কুলে পরে আসতে বলে উনার আত্মীয় সুলতানাকে পূর্বের নিয়োগ দেখিয়ে এমপিওভূক্ত করার জন্য ফাইলপত্র তৈরি করে পাঠালে আমি তার বিরোদ্ধে গত২১/০৫/২০১৬ তারিখে চট্টগ্রাম আঞ্চলিক শিক্ষা অফিসে অভিযোগ দাখিল করি তখন থেকে প্রধান শিক্ষক বিভিন্নভাবে দেনদরবার করে বেড়াচ্ছে সবশেষ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিসে মীমাংসা সভা হয় সেখানেও কোন সমাধা না হওয়ায় আজ হবে কাল হবে বলে সময়ক্ষেপন করছে। এছাড়া আরও একজন শিক্ষক ফরিদ উদ্দীনকেও টাকার বিনিময়ে পূর্বের নিয়োগ দেখিয়ে এমপিওভূক্ত করেছে এবং সাটিফিকেট সমস্যা আছে এমন শিক্ষকদের এমপিও করানোর জন্য তোরজোর চালানো হচ্ছে বলেও তথ্য পাওয়া গেছে। এসব অনিয়ম দূর্নীতি ও জালিয়াতির বিষয়ে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এখন কিছু বলা যাবেনা পরে বলব বলে পাশ কাটিয়ে যান।
প্রধান শিক্ষককের এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে স্কুল পরিচালনা কমিটির সদস্য আইয়ুব আলী মেম্বার ও আবদুল কাদের বলেন আমরা এসব অভিযোগের বিষয়ে অবগত নয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর কাছে শিক্ষক এমপিও নিয়ে অনিয়ম ও জালিয়াতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমিতো সব বিষয়ে জানতাম না প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন আমার সাথে মিথ্যা কথা বলে এবং আমার স্বাক্ষর জালিয়াতি করেছে বলেও ধারনা করছি। সে কৌশলে আমাকে বিপাকে ফেলেছে বিশ্বাসের অমর্যাদা করেছে তার ব্যাপাের কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে।