শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছের প্রজনন ও ডলফিনসহ বিভিন্ন প্রজাতির জৈব বৈচিত্র রক্ষায় নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।৮ জুন সোমবার বিকালে রাউজানের পশ্চিম গহিরা সর্তার ঘাট এলাকা থেকে স্প্রীড বোট নিয়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।অভিযান চালিয়ে নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর এলাকার পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া এলাকায় নদীতে বালি পরিবহনে নিয়োজিত একটি যান্ত্রিক নৌযান দেখতে পায়।এসময় যান্ত্রিক নৌযানটিকে আটক করে নদীর মাঝে নিয়ে ধ্বংস করা হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন,হালদার মা মাছের প্রজনন ও ডলফিন সহ বিভিন্ন প্রজাতির জৈব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে আসছি।হালদার মা মাছসহ জৈব বৈচিত্র রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা তিনি।