শুভ তংচংগ্যা :
৩নং ঘুমধুম ইউনিয়নের দফাদার দীর্ঘ দিন ধরে আইনের পোষাকের আড়ালে জমজমাট ইয়াবা ও চাঁদাবাজি করে কোটিপতি হয়ে এলাকাবাসীর উপর অত্যচার করে যাচ্ছে দফাদার ছৈয়দ আলম। তার নির্যাতনে অসহ্য হয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন ঘুমধুম ইউনিয়নের জনসাধারণ।
বাংলাদেশ ও মায়ানমার এর সীমানায় অবস্থিত ঘুমধুম তুমব্রু নামক স্থানটি তার ইয়াবার ঘাটি হিসেবে পরিচিত। ছৈয়দ আলম ঘুমধুম ইউনিয়নের দফাদার হিসেবে কর্মরত আছে দীর্ঘদিন ধরে। সে গ্রাম পুলিশের দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থেকে অবশেষে ইয়াবার মত মরণ নেশায় আসক্ত হয়ে, ইয়াবা ডন ছৈয়দ আলম নামে খ্যাতি লাভ করে ।
বরইতলী, জামির তলী, মংজয় পাড়া, বৌদ্দ ছড়া, ভালুকিয়া পাড়ার লোকেরা সংবাদ কর্মীদের জানিয়েছেন, করোনার চেয়ে ভয়ংকর রূপ ধারণ করবে এই এলাকার জন্য, যদি ছৈয়দ আলমের ইয়াবা ব্যবসা,চাঁদাবাজি,অসহায় নিরহ মানুষের উপর নির্যাতন থামাতে না পারে! তার বিরুদ্ধে কেউ মুখ খুললে, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে, প্রতিবাদী ব্যক্তিদের কে তার কাছে জিম্মি করে রাখে। এমনকি মাদকের বিরুদ্ধে সংবাদ করায় বিভিন্ন মিডিয়া কর্মীদের রাতের আঁধারে হত্যার করার হুমকিও দিয়েছে। মায়ানমারের বাহিনী (নাশাকা ) ‘র’ সাথে সম্পর্ক থাকার কারণে অতিদ্রুত মাদক ব্যবসায় কোটি পতি হয়েছে বলে জানা যায়।
তার অপকর্মের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিকদের তার কাছে জিম্মি করার উদ্যেশ্যে ৩ মার্চ২০২০ বান্দরবান কোর্টে ৩জন সাংবাদিক আবদুল হাকিম, মোঃ ইয়াকিন, মোঃ মুসলিম উদ্দিন, এর বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি মামলা দায়ির করেছে।
তার বিরুদ্ধে নিউজ করায় অতীতেও অনেক সাংবাদিক হুমকির মুখে পড়েছে।
এবং তার অপকর্মের নিউজ সংগ্রহ করতে গিয়ে অতীতে অনেক সংবাদিক লাঞ্ছিত হয়েছে বলে জানাযায় । এবং মোবাইল ফোনে সাংবাদিকদের হুমকির অনেক তথ্য সাংবাদিকদের হাতে রয়েছে।