নিজস্ব প্রতিবেদকঃ
দেশের সংবাপত্র জগতের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক ” The Daily Morning Glory ” পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সাইদুজ্জামান সাঈদ।
০৭ জুন পত্রিকাটির সম্পাদক এ বি এম বজলুর রহমান রুমী স্বাক্ষরিত পত্রিকার পরিচয় পত্র ( আইডি কার্ড) রাজধানীর ২ আর,কে মিশন রোড়স্হ মতলব ম্যানশনের ৬ তলায় “The Daily Morning Glory”কার্যালয়ে সাংবাদিক মোঃসাইদুজ্জামান সাঈদ হাতে হস্তান্তর করা হয়।
তরুণ মেধাবী সাংবাদিক মোঃ সাইদুজ্জামান সাঈদ কক্সবাজারের শীর্ষস্থানীয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার ,জে টিভি টেলিভিশনের রামু প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক বাংলাদেশ আমার,এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মোঃ সাইদুজ্জামান সাঈদ কক্সবাজারের” রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব ” এর নব নির্বাচিত প্রচার সম্পাদক।
পেশাগত জীবনে তিনি সৎ, কর্মঠ ও অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে পরিচিত।
মোঃ সাইদুজ্জামান সাঈদ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকার বাসিন্দা মোঃ নুরুজ্জামান এর মেজ সন্তান। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
২০১৫ সালে মোঃ সাইদুজ্জামান সাঈদ সাংবাদিকতা পেশা শুরু হয় জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় রামু প্রতিনিধি হিসেবে সুনামের সাথে সাংবাদিকতা করেন। ২০১৬ সালে ঢাকার প্রাচীন জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে এগিয়ে যেতে সবমহলের দোয়া সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক এবিএম বজলুর রহমান খান রুমী সহ সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন মোঃ সাইদুজ্জামান সাঈদ ।
দেশের অন্যতম পাঠক নন্দিত ইংরেজি দৈনিক “The Daily Morning Glory” পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন রামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব নেতৃবৃন্দ।তারা সাংবাদিক মোঃ সাইদুজ্জামান সাঈদ পেশাগত সফলতা কামনা করেন।