এম এইচ সোহেল : অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফত ছিল বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সাম্রাজ্য এবং দীর্ঘসময় ঠিকে থাকা শাসন । এ শাসকেরা একসাথে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ শাসন করেন। অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফত মুলত তুর্কী ইসলামিক শাসন ছিল। প্রায় ৬২৪ বছর এই সাম্রাজ্য টিকে ছিল। অটোমান সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রথম উসমানের পিতা আরতুগ্রুল গাজী। ১২৯৯ সালে উসমান গাজী অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে শাসক নিযুক্ত হোন, তার নাম অনুসারে নাম করণ করা উসমানীয় খিলাফত। অটোমান সাম্রাজ্যের বিস্তৃত ছিল দক্ষিণ- পূর্ব ইউরোপ, উত্তর রাশিয়া থেকে পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা,হর্ণ আফ্রিকা, মধ্যেপ্রাচ্য, কর্কেসাসসহ বিশাল এলাকাজুড়ে। অটোমান সাম্রাজ্যর শাসনে ছিল বর্তমানে প্রায় ৪৯ টি স্বাধীন দেশ। তাদের ছিল বিশাল সৈন্য বাহিনী, অটোমান শাসকরা ছিলেন সে সময়ের পৃথিবীর সবচেয়ে সাহসী ও সম্পদশালী ও চৌকস শাসক, মোট ৩৬ জন সুলতান বা শাসক ছিলেন। উসমানীয় শাসক প্রথম সুলতান সুলেইমানকে বলা হতো পৃথিবীর বাদশা। উসমানীয় শাসক আমলে জ্ঞান-বিজ্ঞানের ব্যপক চর্চা হয়েছিল, এ শাসন আমলে পৃথিবীর প্রথম মানমন্দির তুরস্কে প্রতিষ্ঠিত হয়, মেকানিক্যাল ঞ্জিনিয়ারিংসহ বিজ্ঞানের অনেক উন্নত লাভ করে তাছাড়া নির্মাণ শিল্পে অনেক অগ্রসর ছিল। ১৮ শতকের পর থেকে অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, প্রথম বিশ্ব যুদ্ধে অটোমান সাম্রাজ্যর পরাজয়ের পর ১৯২৪ সালে মোস্তফা কামাল পাশা উসমানী খেলাফত বিলুপ্ত করে আধুনিক প্রজাতন্ত্র তুরস্ক ঘোষণা করেন। লেখক : সম্পাদক শিক্ষা ও সাহিত্যমূলক পত্রিকা অভিযাত্রী।