♦
অব্যক্ত সহস্র কথা
মনে জাগায় ব্যাথা,
কথার সাথে উপকথা
অস্পষ্ট থাকে সেথা।
কথার মাল্য গাঁথা
হয়নি বলা সেই কথা,
হৃদয়ে ঝড়ো হাওয়া
বইছে দিগ্বিদিক সর্বদা।
প্রলেপের পর প্রলেপ
হৃদয় হচ্ছে ফুটো
পারিনা সারাতে একটুও
রক্তক্ষরণ শুধু।
অব্যক্ত কথা মালা
চিত্তে বাড়ায় জ্বালা,
অব্যক্ত বচন নেই বলা
এভাবে প্রস্থানে চলা।