ইব্রাহীম সাকিব, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ। শুক্রবার রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা রত্নাই ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে তাদের ২জনকে আটক করেছে। এ সময় ৮০পিস ইয়াবা ও ১টি অটোবাইক জব্দ করা হয়। আটকরা হলেন- ওই এলাকার নজরুল ইসলামের পুত্র নাজমুল (২০) ও জলিল মিয়ার পুত্র মেহেদী হাসান সেলিম (২৪)। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-০৩। শনিবার সকালে যোগাযোগ করা হলে লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।