আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম আনোয়ারা উপজেলা নতুন করে যোগ হলো আরও ৫ জনের শরীরের করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) পজিটিভ। ক্রমস দিন দিন বেড়েই চলেছে করোনার ভাব, বুধবার ( ০৪ জুন ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি পাঠাটো রির্পোটতে আনোয়ারা উপজেলা ৫ জন করোনা ভাইরাস পজিটিভ বলে, নিশ্চিত করেছেন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন।
করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) আক্রান্ত ব্যক্তি হলেন, বারখাইন ইউনিয়নের ০১ জন (দ্বিতীয়বার পজিটিভ), বরুমচড়া ইউনিয়নের ০২ জন, জুইদন্ডী ইউনিয়নের ০১ জন, বটতলী ইউনিয়নের ০১ জন,
অন্যজন চট্টগ্রাম মহানগর।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুউদ্দীন জানান, আনোয়ারা উপজেলা ২০২ নমুনা পরীক্ষা করা হয়। তাৎমধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন সুস্থ ও ১ জনের মৃত্যুহয়েছে।