নিজস্ব প্রতিনিধি:
ইতালি থেকে বাংলাদেশে আসা ২৬৫ বাংলাদেশি বিশেষ বিমানে, ইতালিতে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।
ইতালি থেকে দেশে ফিরে করোনা পরিস্থিতিতে আটকে পড়া ২৬৫ জন বাংলাদেশি বিশেষ বিমানে, ইতালিতে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।
জানা যায়, আগামী ১২ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে, ২৬৫ জন প্রবাসী ইতালী ফিরে যাবেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিমান অফিস মতিঝিল শাখার বাণিজ্যিক সহকারী আবুল কাশেম জানান, এ বিজ্ঞপ্তিতে যাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, এ ফ্লাইটটি পরিচালিত হবে বলে জানা গেছে।
গত রোববার থেকে বাংলাদেশ বিমানের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অফিস থেকে, যাত্রীদের টিকিট সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।