কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনা নদীর উপর ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রিজের অভাবে নদীর দু’পাড়ের ১৫ হাজার মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ।
কৃষিকাজ, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়তসহ সকল কাজে নেমে এসেছে স্থবিরতা।
দীর্ঘ সাড়ে তিন বছরেও পূরণ হয়নি একটি ব্রিজ নির্মাণের দাবি। অনেক জনপ্রতিনিধি আশ্বাসের বাণী শোনালেও তা কেবল আশ্বাসই মাত্র। ফলে এই আধুনিক যুগেও উন্নয়ন হয়নি তাদের জীবনমানের।
স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য কিংবা জরুরি চিকিৎসার তাগিদে ঈদগাঁহ ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনার মানুষকে কাঠের তৈরি ভগ্ন সাঁকো ব্যবহার করতে হয়।
দেখা গেছে, ওই নদীর উপর বর্তমানে অস্থায়ী কাঠের নির্মিত সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বাঁশের ঠেশ দিয়ে লোকজন কোনোরকম যাতায়ত করছে। যেকোনো সময় কাঠের সাঁকোটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় রয়েছে এলাকাবাসী।
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, ঈদগাঁহ মাইজপাড়া-মেহেরঘোনা নদীর সংযোগ সড়কে ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রীজের জন্য নদীর দু’পারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন। মাইজপাড়া-মেহেরঘোনা নদীর উপর একটি ব্রীজ হয় সে ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করবো। অবহেলিত ওই এলাকার মানুষের আশা পূরণ করবো।
বর্তমান সংসদ সদস্য ব্রিজটি নির্মাণের আশ্বাস দিলেও আশান্বিত হতে পারছেন না এলাকাবাসী।
জাতীয় বাজেট পরবর্তী অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্তির মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করে এ মহাযাত্রায় হাজার হাজার জনগোষ্ঠী শামিল হতে চান।
এ ব্যাপারে এলাকাবাসী প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।