1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে তাকমীলে হাদিস সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চকরিয়ায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের ৪৭জন কর্মকর্তা-কর্মচারীর “অবসর সংবর্ধনা” তারুণ্যের উৎসব’ উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ-ব্যারিস্টার সজিব হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় খেলাফত মজলিসের কমিটি গঠন মাগুরার বিশাল কর্মী সমাবেশে জামায়াতের আমীর- সমর্থন দিন, স্বপ্নের মানবিক দেশ গড়বো ইনশাল্লাহ হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

“এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৪৭ বার

ময়মনসিংহ থেকে ষ্টাফ রিপোর্টার শিব্বির আহমদের প্রতিবেদন : কথা হলো মধ‍্যবিত্ত পরিবারের উর্পাজন করা এক কর্তার সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবক লকডাউন পরিস্থিতি আলোচনা করেই কাঁদলেন। লকডাউন হলে আমাদের কোন উপায় থাকেনা। আমরা কোন উপার্জনে বের হতে পারিনা। পারিনা কারও কাছে হাত পাততে। শুধুই চেখের পানি ঝড়াতে হয়।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকা ভিত্তিক লকডাউন। এটা হলেও উপার্জন করে চলতে পারবো আমরা। চলতে ফিরতে পারা যায়। কম রোজগার হোক কিন্তু কারও দিকে চেয়ে থাকতে হয়না। চোখের জল পরেনা। অন্ততপক্ষে দু’বেলা ডাল ভাত খেয়ে চলা যায়। দোকান বাকী,ঘর ভাড়া বাকী, বিদুৎ বিল, গ‍্যাস বিল, এইসব অনেক কিছুই বাকী পরে আছে। ধীরে ধীরে তো আমাকেই পরিশোধ করতে হবে। আর যদি লকডাউন হয় তবে আবার সব বন্ধ হয়ে যাবে। চরম বিপাকে পরে যাবো আমরা এই মধ‍্যবিত্ত পরিবার। কাউকে কিছুই বলতে পারবো না। বন্ধ হবে আয় রোজগারের পথ। চলতে পারবোনা পরিবার পরিজন নিয়ে । পথে বসার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনিই বলেন ঐভাবে কি চলা যায়। মধ‍্যবিত্ত পরিবারের উপার্জনক্ষম এই যুবক এইসব বলতে বলতে চোখের জল থামাতে আর পারলো না। সরকার এব‍্যাপারে সদয় দৃষ্টি দিলে আমরা মধ‍্যবিত্তরা কারও কাছে আর হাত পাততে হবে না। কষ্ট করে চলা ভালো তবু হাত পাতা ভালো না। কথা আমার ও আমাদের একটাই। সবাই সচেতন ভাবে চললেই কিন্তু পুরো লকডাউন থেকে মুক্তি পাওয়া যায়। এলাকা ভিত্তিক লকডাউন হলেও চলা যায়।
অনেকে অনেক কথা বলে কারফিউ চাই, কারফিউ চাই, পুরোদেশ আবার লকডাউন চাই। ঐসব শোভাপায় শুধু ধন্নাট‍্য পরিবারের কিছু লোকজনের মুখে। যারা এইসব বলে তারা কখনও বলেনি ভাই আপনারা কার কাছে যাবেন কিছু টাকা নেন বেঁচে থাকলে পরে শোধ করে দিয়েন। আমাদের মত মধ‍্যবিত্তদের আনন্দ উল্লাসে মেতে থাকা ছাড়া কিছুই বঝিনা। আপনার সাংবাদিকরা আমাদের পাশে এসেছেন বলে দুটো কথা বলে মনে তৃষ্ণা মিটালাম। তবুও ভালো লাগলো। আর কিছু না পারেন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনারা আমাদের কথা গুলো তুলে ধরার চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম