নিজস্ব প্রতিনিধি :
মানব ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কুয়েতের সিআইডি পুলিশ। গত রাত (৯ জুন) পর্যন্ত কুয়েতের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জন কুয়েতী ও ৬ জন বাংলাদেশী। আটক বাংলাদেশীরা এমপি পাপুলের মালিকানাধীন মারাফির বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। আর ১২ জন কুয়েতী নাগরিককে এই অপকর্মের সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আটককৃত সবাইকে ডিটেনশন সেন্টারে জিজ্ঞেসাবাদের জন্য রাখা হয়েছে। তাদেরকে সেখানে আটক এমপি কাজি শহীদ ইসলাম পাপুলের মুখোমুখি করা হবে।
কুয়েতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এমপি পাপুলের আটকের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মকর্তা কর্মচারীদের ভিতরে। তারা নগদ মাসোহারা এবং আত্মীয় স্বজনকে মারাফিতে চাকরির বিনিময়ে নানাভাবে এমপি পাপুলকে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ এসব বিষয়ও তদন্তের আওতায় এনেছে। এজন্য কুয়েত দূতাবাস তদন্ত কাজে কোন হস্তক্ষেপ করবে না বলে রাষ্ট্রদূতের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে।