শাহাদাত হোসেন,রাউজানঃ
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের মরদেহ গহিরাস্থ নিজ বাড়ির বক্স আলী চৌধুরী জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করার পর তাঁর কবরে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাউজান পৌর যুবলীগের নেতাকর্মীরা। ৫ জুন শুক্রবার বিকেলে তাঁরা মরহুমের কবরে এ শ্রদ্ধা জানান।এসময় উপস্থিত ছিলে রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ,পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন পৌরসভা যুবলীগের সহ সভাপতি মোঃ ফরহাদ ইসলাম,আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আজাদ খান,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির জনি,বাবরসহ পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ।উল্লেখ্য, ফজলে রাব্বি চৌধুরী ৪ জুন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে (৭০) বছর বয়সে ইন্তেকাল করেন। শুক্রবার জুমার নামাজ শেষে গহিরা এজে,ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।