1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কওমী আলেম-ওলামা ও হতদরিদ্র পরিবারের জন্য এমপি নদভী'র ২৫ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি—বার্ষিক সম্মেলন সালাউদ্দিন চৌধুরী সাথে গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের সদ্য অনুমোদিত কমিটি সৌজন্য সাক্ষাৎ অশ্বদিয়া স্পোর্টিং ক্লাবের শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙ্গাবালী সুদমুক্ত ফাউন্ডেশনের কমিটি গঠন সম্পন্ন নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!!

কওমী আলেম-ওলামা ও হতদরিদ্র পরিবারের জন্য এমপি নদভী’র ২৫ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৬২ বার

মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক দেশের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় কওমী মাদ্রাসা সমূহও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সরকারি এমপিওভূক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে নিয়মিত মাসিক বেতন-ভাতা পেলেও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহায়তা থেকেই মূলতঃ কওমী মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা প্রদান করা। লকডাউনের কারণে গেল রমজানে তেমন সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি। ফলে কওমী মাদ্রাসার আলেম-ওলামারা চরম আর্থিক সংকটে পড়েন।

তাই ঈদুল ফিতর উপলক্ষে সাতকানিয়া-লোহাগাড়া, বাঁশখালী, চকরিয়াসহ কক্সবাজার জেলা এবং মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন কওমী মাদ্রাসার খেদমতে নিয়োজিত আলেম- ওলামাদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর আল্লামা ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এমপি নদভী’র প্রেস সচিব অধ্যাপক সাব্বির আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, তিনি তাঁর প্রতিষ্ঠিত সাহায্য সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজের ত্রাণ তহবিলের থেকে কওমী মাদ্রাসার আলেম-ওলামা ও সাতকানিয়া লোহাগাড়ার হতদরিদ্রের পরিবারের জন্য ঈদ উপলক্ষে ২৫ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন।

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ বিদেশী সাহায্য সংস্থার সাহায্য আসা সাপেক্ষে হতদরিদ্রদ্রের মাঝে বিতরণের কথা উল্লেখ করে ড.আবু রেজা নদভী এমপি বলেন, দুর্যোগ কাটিয়ে উঠা পর্যন্ত সাতকানিয়া লোহাগাড়ার অসহায় দরিদ্রদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে সাংসদ ড.নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও নিজের ত্রাণ তহবিল থেকে দুই ধাপে সাতকানিয়া লোহাগাড়ার ২২ হাজার হতদরিদ্র কর্মহীন, দিনমজুর, আলেম-ওলামা, ইমাম-মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এমপি নদভী’র পক্ষে বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ সাতকানিয়া লোহাগাড়ার ১০ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সর্বমোট- ৩২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে এমপি নদভী’র পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম