কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশের তল্লাশীতে ট্রাক নিয়ে ইয়াবা পাচারকালে ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
গত সোমবার রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কে কক্সবাজারগামী একটি ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৪-৪৯৮৭গাড়িটি থামিয়ে তল্লাশী করে চালকের ছিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয় এবং চালকসহ দু’জনকে আটক করা হয়।
আসামীরা হলেন, মোঃ ছোটন মিয়া (২২), মোঃ-খলিল (২১) তারা দুজনেই চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।