কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের করোনা শনাক্ত হয়েছে।
গত ২ জুন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
এর আগে ১ জুন স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে গিয়ে স্যাম্পল সংগ্রহ করেন।
মুক্তিযোদ্ধা আবু তাহের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
মঙ্গলবার করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরে মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রামু আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে।
তবে, সেখানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।
করোনা থেকে সুস্থ হয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।