মঈন উদ্দীন: গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে ৮৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা বিভাগটিতে একদিনে সর্বোচ্চ। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়াল। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে মোট আক্রান্ত ১০৫০ জন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৫৩ রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন।
জানা গেছে, বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রন্ত হয়েছে বগুড়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে আক্রন্ত হয়েছেন ১৮৯ জন। ১৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নওগাঁ।
রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জন। বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৪৪৯ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। এ জেলায় ১ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫৭ জন।