1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কষ্টে আছে মানুষ নতুন সামাজিক সুরক্ষা-নীতি জরুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

কষ্টে আছে মানুষ নতুন সামাজিক সুরক্ষা-নীতি জরুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ১৮৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ ৬৬ দিন লকডাউন বা সাধারণ ছুটি ছিল দেশজুড়ে। তখন মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল এবং সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম ছিল স্তব্ধ। ফলে বহু মানুষকে চাকরি হারাতে হয়েছে। অনেকের বেতন কমে গেছে। কেউ চাকরি না হারালেও বেতন পাচ্ছেন না। এ পরিস্থিতিতে চাকরি বা ব্যবসা হারিয়ে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন। আরো অনেকে চলে যেতে বাধ্য হতে পারেন। ঢাকায় তাদের এখন আর কোনো কাজ নেই। তাই ব্যয়বহুল এই শহরে থাকার বিলাসিতারও কোনো মানে হয় না।
বেকারত্ব, বেতন কমে যাওয়া বা বেতন না পাওয়া এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের নাম-ধামসহ প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করছে জাতীয় দৈনিকগুলো। নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভাড়াটিয়া পরিষদ হিসাব দিয়েছে, এ পর্যন্ত ঢাকার ৫০ হাজার ভাড়াটে রাজধানীর বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছেন। আর তার চেয়ে আরো অনেক বেশি মানুষ আগের বাসা ছেড়ে দিয়ে কম ভাড়ার বাসায় উঠেছেন বা ওঠার চেষ্টা করছেন। যারা ১৫ থেকে ১৮ হাজার টাকায় ভাড়া থাকতেন তারা এখন আট-নয় হাজার টাকার ভাড়া বাসা খুঁজছেন। আর যাদের মাসে আয় ছিল ২৫-৩০ হাজার টাকা তারা আর এ শহরে টিকতে পারছেন না। এটি হচ্ছে করোনার প্রাথমিক ধাক্কা। এখনো এ মহামারী বংলাদেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন প্রতিদিন ৩০-৪০ জন করে রোগীর মৃত্যু হচ্ছে। চূড়ান্ত অবস্থানে পৌঁছলে এটি কত ভয়ঙ্কর হবে আমরা এখনো তা অনুমান করতে পারছি না।
সিপিডি ও ব্র্যাকের গবেষণা বলছে, এরই মধ্যে সারা দেশে নতুন করে আরো অন্তত পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। তবে ব্র্যাকের পর্যবেক্ষণ বলছে, করোনার শুরুর দিকে দিনমজুর ও রিকশাচালকদের যে খারাপ অবস্থা হয়েছিল তার উন্নতি হচ্ছে। শ্রমিকরা কৃষি শ্রমিক হিসেবে কাজ করে উপার্জন করতে পেরেছে। এখন আবার তারা কিছু কাজ পাচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকরা এখন কাজ হারাচ্ছে বেশি। তারা গ্রামে চলে যাচ্ছে। নন-এমপিও শিক্ষকরা বেতন পাচ্ছেন না। মাদরাসার শিক্ষকদের বড় একটি অংশ কষ্টে আছেন। মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেমরাও ভালো নেই।
এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত ব্র্যাকের এক জরিপে দেখা গেছে, করোনাভাইরাসের প্রভাবে তখনই মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। দেখা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর যে লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করা হয় তাতে জরিপে এই অংশ নেয়া ৯৩ শতাংশ মানুষের আয় কমে যায়। সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে এমন মনে করার কোনো কারণ নেই। অর্থনীতির গতি মোটেই স্বাভাবিক হয়নি। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ এখনো বন্ধ। শিল্প-কারখানা বন্ধ। যান চলাচল অর্ধেকেরও কম। এর মানে হলো, করোনা চূড়ান্তপর্যায়ে গেলে তার যে অভিঘাত সৃষ্টি হবে সেটি আমাদের জীবনযাত্রাকে আবারো পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া নতুন এবং পুরনো মিলিয়ে সবার জন্য নতুন করে সামাজিক সুরক্ষার নীতি ও কার্যক্রম সরকারকে হাতে নিতে হবে। সব কিছু নতুন করে শুরু করতে হবে পুনরুদ্ধার কর্মসূচি। এই মুহূর্তে করোনা মোকাবেলার পাশাপাশি এটাই সবচেয়ে জরুরি বিষয়।
ভাড়াটিয়া পরিষদ রাজধানীর বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সামর্থ্যহীন ভাড়াটেদের জন্য এপ্রিল, মে ও জুন এই তিন মাসের বাড়ি ভাড়া মওকুফ করা এবং তাদের গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ও হোল্ডিং ট্যাক্স মওকুফ করার দাবি জানিয়েছে। ঢাকার বস্তিবাসীদের অবস্থাও খুব খারাপ। ভাড়া দিতে না পারায় অনেককে হেনস্থা হতে হচ্ছে। অনেকে ভাড়া দিতে না পেরে শহর ছাড়ছে। কেউ কেউ ঘরের আসবাব ও ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে ভাড়া চুকিয়ে গ্রামে চলে যাচ্ছে। এ বিষয়ে সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নিতে পারে বলে আমরা মনে করি।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে |

২৪ জুন ২০২০- | ১০ আষাঢ় ১৪২৭-| ২ জিলক্বদ ১৪৪১ | বুধবার -|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম