তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় করোনা সংক্রমণ রুদ্রমূর্তি ধারণ করেছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৬ জনে।
গত মঙ্গলবার (২ জুন) কিশোরগঞ্জ সদর, ইটনা, তাড়াইল, বাজিতপুর ও করিমগঞ্জ উপজেলা থেকে সংগৃহীত ৯১ জনের নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা হয়েছে। এতে ২৫ জনের পজেটিভ এবং ৬৬ জনের নেগেটিভ এসেছে।
এছাড়া গত শুক্রবার (২৯ মে) জেলায় সংগৃহীত মোট ১৩০ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এই ১৩০ জনের নমুনার মধ্যে নতুন করে ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।
এদিকে নতুন করে জেলায় ২ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২০৮ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জন।
বর্তমানে জেলায় মোট ২৩৮ জন করোনা রোগী এবং ৪ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ৪ জন করোনা পজেটিভ রয়েছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন করোনা শনাক্ত হওয়া এই ৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলার ৯ জন, ভৈরব উপজেলার ৮ জন, তাড়াইল উপজেলার ৮ জন, পাকুন্দিয়া উপজেলার ৭ জন, নিকলী উপজেলার ৪ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ১ জন এবং ইটনা উপজেলার ১ জন রয়েছেন।