1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দুয়ায় লোককবি সুমঙ্গল শীল আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

কেন্দুয়ায় লোককবি সুমঙ্গল শীল আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৫ বার

কেন্দুয়া প্রতিনিধিঃ
বহু জনপ্রিয় লোকগানের রচিয়তা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট লোককবি ও কণ্ঠশিল্পী সুমঙ্গল শীল আর নেই। মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টা ৫ মিনিটের সময় সাজিউড়া গ্রামের নিজ বাড়িতেই তিনি বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বুধবার (১৭ জুন) সকালে সাজিউড়া গ্রামের পাশে রাজীনদীর তীরে পারিবারিক শ্মশ্বানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

সুমঙ্গল শীল তাঁর ৭০ বছর যাবত সংগীত সাধনা করে বিভিন্ন লোকগান, বাউল গান, লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে গান ও কীর্তন গান রচনা করে বেশ সুনাম কুড়িয়েছেন।

লোককবি সুমঙ্গল শীলের মৃত্যুতে দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গীতিকার ডা. সাইফুল ইসলাম জয়, লোকশিল্পী দিল বাহার খান, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব, ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী, চর্চা সাহিত্য আড্ডা, কল্যাণী যুব ফাউন্ডেশন, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, লোকসংস্কৃতি ফোরামসহ বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৩৩৭ বাংলা সনে সুমঙ্গল শীল কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একই উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামের বাসিন্দা অতুল শীল। তিনিও একজন লোকশিল্পী ছিলেন। অতুল শীল ছিলেন একই গ্রামের নামকরা বাউল সাধক দ্বীন শরতের শিষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম