খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৯জুন মঙ্গলবার পর্যন্ত এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ জন। জেলায় সর্বমোট নমুনা পাঠানো হয়েছিল ১হাজার ১০৩ জনের। তার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৮৯৫ টি। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেন।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪ জন, মানিকছড়ি উপজেলায় ২ জন, মাটিরাঙ্গায় ১ জন ও রামগড় উপজেলার ২ জন। এসময় খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন করোনার কবল থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। এদিকে আইইডিসিআর এর পক্ষ হতে খাগড়াছড়ি জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।