কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা,স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম আমানী পদোন্নতি পেয়ে জেলা সদর হাসপাতাল কক্সবাজার এ সহকারি রেজিস্ট্রার (শিশু ওয়ার্ড) হিসেবে যোগদান করেছেন।
ইতিপূর্বে তিনি মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের পিজিটি মেডিসিন এন্ড চাইল্ড হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহি উদ্দিন এর নিকট তিনি যোগদান পত্র হস্তান্তর করেন।
তিনি ঈদগাঁহর জমজম হাসপাতালের স্বত্বাধিকারী ও ম্যানেজিং ডিরেক্টর।
দীর্ঘ চাকরি জীবনে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, ঈদগাঁহ বাজারস্থ ইউনিয়ন পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ছাত্রজীবনে তুখোড় মেধার স্বাক্ষর বহনকারী এ কৃতী ব্যক্তিত্ব উপজেলার খুটাখালী ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুযোগ্য সন্তান।
তার পদোন্নতিতে মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
তিনি আশা প্রকাশ করেন, এ পদোন্নতি ভবিষ্যতে তাকে দেশ, জাতি ও মানবতার সেবায় আরো বেশি নিয়োজিত করতে অনুপ্রাণিত করবে।