শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার রেডজোন এখন পৌরসভা। নয়টি ওয়ার্ডের এই শহরকে সুরক্ষিত রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। তিনি যোগদানও করেছেন করোনা পরিস্থিতিতে। যোগদানের পর থেকে চকরিয়ার সর্বসাধারণকে ভাল রাখার জন্যে খাটছেন নিরলসভাবে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালিয়ে যাচ্ছেন অভিযানও।
মঙ্গলবার ৯জুন রেডজোনের আওতাধীন চকরিয়া পৌর এলাকায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে সাড়ে ১৫হাজার টাকা অর্থদন্ড ও একটি দোকান সিলগালা করে ভ্রাম্যমান আদালত। এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
এদিকে করোনা পরিস্থিতির সরকারি নীতিমালা অমান্য করায় অভিযান চালিয়ে চকরিয়া পৌর এলাকা থেকে বেশ কয়েকটি টমটম, সিএনজি, অটোরিকশাও আটক করা হয়।