কে এম ইউসুফ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এ বাজেট সিনেট সভায় পেশ করা হবে।
শনিবার (২৭ জুন) সকালে চবি চারুকলা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৬তম যৌথ সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট ৩৪১ কোটি ১৫ লাখ টাকা এবং ২০২০-২০২১ অর্থ বছরের প্রাক্কলিত বাজেট ৩৫১ কোটি ৮৫ লাখ টাকা অনুমোদন করা হয়।
সভায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন- এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের গৃহীত কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে শিক্ষা-গবেষণার মান অধিকতর বাড়াতে চবি প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
সভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনয়ন পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিনজন সিন্ডিকেট সদস্যসহ উপস্থিত এফসি ও
সিন্ডিকেটের সদস্যবৃন্দকে মাননীয় উপাচার্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ
জানান।
উপাচার্য তাঁর ভাষণের শুরুতে সাম্প্রতিককালে করোনাভাইরাসের মহামারী ও অসুস্থতার কারণে চবি পরিবারের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অসুস্থ সদস্যদের আশু রোগ মুক্তি কামনা করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পরিবারের সদ্য প্রয়াত ব্যক্তিবর্গের সম্মানে উপস্থিত সকলে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।
সিন্ডিকেট ও এফসি’র যৌথ সভায় উপস্থিত ছিলেন- সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান।
এছাড়া সভায় অনলাইনে অংশগ্রহণ করেন- প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও চবি সিন্ডিকেট সদস্য সম্পদ বড়ুয়া ও সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এবং এফসি সদস্য প্রফেসর ড. ইমরান হোসেন, প্রফেসর ড. সুলতান আহমেদ, এফসি সদস্য প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান ও ছিদ্দিকুর রহমান ভূঁইয়া।
সভায় সিন্ডিকেট ও এফসি সদস্যবৃন্দ মাননীয় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান। সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের বিজ্ঞ ও সুচিন্তিত মতামত তুলে
ধরেন।
সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) এফসি সচিব মো. ফরিদুল আলম চৌধুরী বাজেট উপস্থাপন করেন। এই বাজেট আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।