এম এস জিলানী আখনজী :: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার বাহার এ বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ কাউসার বাহার ও ইউপি সচিব রাজেন নন্দীর পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন- গ্রামীন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক।
বিশেষ অতিথি ছিলেন- ২নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান চৌধুরী সেফাজ, ৩নং ওয়ার্ডের সদস্য কেরামত আলী, ৪নং ওয়ার্ডের সদস্য আজগর আলী, ৫নং ওয়ার্ডের সদস্য পরশ আলী, ৭নং ওয়ার্ডের সদস্য আঃ জলিল, ৮নং ওয়ার্ডের সদস্য আকবর আলী, ৯নং ওয়ার্ডের সদস্য আঃ আলী, মহিলা সদস্য মোছাঃ সেফুল আক্তার, মোছাঃ সায়েরা খাতুন ও মোছাঃ আঙ্গুরা খাতুন প্রমূখ।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মালেক চৌধুরী, আওয়ামী লীগের নেতা আঃ বারিক, জাপা নেতা আব্দুল মতিন, ব্যবসায়ী এস এম শাহিন মাহমুদ, জেলা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক শেখ আহাম্মদ আলী, জামাল মিয়া, কদ্দুছ আলী, বাচ্চু মিয়া, আমির আলী সহ অনেকেই।
২০২০-২০২১ সালের বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ২৬ হাজার ২শ’ ৬০ টাকা।