মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে চলমান সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিক্সা-ভ্যান চালক, কৃষক, বেদে সম্প্রদায় সহ প্রায় ২০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি এর উদ্যোগে সোমবার (৮ জুন) সকাল দশটায় উপজেলার ৬টি বিজিবি ক্যাম্প থেকে একযোগে দরিদ্র-অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল চাল বিতরণ করা হয়। এসময় আটগ্রাম বিওপি’র কোম্পানী কমান্ডার মো. বেলাল হোসেন, হাবিলদার মো. তৌহিদ, বাতিসা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. কাউছার হামিদ বাশার, স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহীম, সাংবাদিক, বিজিবি ক্যাম্পগুলোর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।