1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবনরক্ষাকারী ঔষুধ জিম্মীকারী অশুভ মাফিয়া চক্রকে আইনের আওতায় আনা হোক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সন্মেলন মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম সরকারের কাছে ৫ টি দাবী পেশ জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ কর্ণফুলীর যুবলীগ সভাপতি নাজিম উদ্দীন গ্রেফতার গুইমারায় ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অনুষ্ঠিত আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের মেষতলায় বিদায়ী ইমামকে সংবর্ধনা দিল এলাকাবাসী

জীবনরক্ষাকারী ঔষুধ জিম্মীকারী অশুভ মাফিয়া চক্রকে আইনের আওতায় আনা হোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২২৮ বার

জিয়া হাবীব আহসান|
জীবন রক্ষাকারী ঔষধ সামগ্রী, অক্সিজেন,পালস্ অক্সিমিটার ইত্যাদির মূল্য নিয়ন্ত্রণের বাইরে। ভোক্তা অধিকার চরমভাবে লঙ্ঘিত।বর্তমান করোনা পরিস্থিতিতে এমন অমানবিক অাচরন চরম মানবতা বিরোধী অপরাধ।তারা গণ দূষমনও বটে।ঔষধ বিক্রেতা, মজুতদার সহ সাইন্টিফিক স্টোরস গুলোও এ জঘণ্য অপরাধের সাথে সম্পৃক্ত। অবিলম্বে এসব গণদূষমনদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, RAB,সেনাবাহিনীর ব্যাপক অভিযান চায় জনগণ। জীবন বাঁচানোর অধিকার মানবাধিকার। মানবাধিকার লঙ্ঘনকারী এসব নরপশু মেডিসিন মাফিয়া সিন্ডিকেট ইতিমধ্যে অাগুল ফুলে কলা গাছ হয়ে গেছে। অার নয়, সীমা লঙ্ঘন কম হয় নি। অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। দূদক এর অভিযান স্তব্ধ কেন?এভাবে অার চলতে দেয়া যায় না।প্রশাসনের নীরবতা মানি না। ঔষধের কৃত্রিম সংকট সৃষ্টকারীদের লাইসেন্স বাতিল,মালামাল ক্রোক,একাউন্ট সীজ, বিশেষ ক্ষমতা অাইন প্রয়োগ, জেল জরিমানা, সামারী ট্রায়াল ইত্যাদি শুরু করা দরকার। এটা মগেরমুল্লুক নয়। সভ্যমানুষের দেশ। প্রতিবেশী দেশে এক টাকাও ঔষধের দাম বাড়েনি। গর্জে উঠুক বাংলাদেশ। স্বাস্থ্য সেবা অামার অধিকার, কারো দয়ার দান নয়।বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওষুধের দাম বেড়েছে। বিশেষ করে নিউরোলজি, হার্ট, উচ্চ রক্তচাপ, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস এমনকি অস্ত্রোপচারের জন্য যেসব ওষুধের প্রয়োজন সেগুলোর দাম বেড়েছে সীমাহীন । তার মধ্যে রয়েছে বেক্সিমকোর অ্যাজমাসল (২০০)। আগে ওষুধটির দাম ছিল ১৯৫ টাকা, বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৩০ টাকা। একইভাবে স্কয়ারের নিউরো-বি ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪০ টাকা, নিউরো ক্যাল ১৫০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা, রসুভাস (১০) ১৫০ টাকা থেকে ২৪০ টাকা, রসুভাস (৫) ৮০ থেকে ১০০ টাকা, টোসার ৪০ টাকা থেকে ৫০ টাকা, অ্যাডোভাস ৫৫ টাকা থেকে ৬৫ টাকা ইত্যাদি।
চট্টগ্রামে বাড়তি মুনাফার লোভে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি করে তিনগুণ দামে বিক্রি করায় করছে ফার্মেসি
৭৫০ টাকার Ivera 6mg ট্যাবলেট ২৪শ’ টাকা,
৫০ টাকার Scabo 6mg ট্যাবলেট ৮শ’ টাকা,
২৫ টাকার Zinic 20mg ট্যাবলেট ৫০ টাকা,
২০ টাকার Ceevit 250mg ট্যাবলেট ৫০ টাকা,
৩৬০ টাকার Reconil 200mg ৬শ’ টাকা,
৪৮০ টাকার Monas 10mg ট্যাবলেট ১০৫০ টাকা,
৩১৫ টাকার Azithrocin 500mg ট্যাবলেট ৬শ’ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।জীবাণু প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার জাতীয় পণ্যের পর এবার ফেস মাস্কের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সার্জিক্যাল ফেস মাস্কের প্রতিটির মূল্য হবে সর্বোচ্চ ৩০ টাকা। এর চেয়ে বেশি দামে কেউ এই পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৫৫ টাকার প্রোমিস্কো ব্র্যান্ডের সার্জিকাল ফেস মাস্কের দাম রাখছে ২৫০ থেকে ৩০০ টাকা।জীবাণু প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার জাতীয় পণ্যের পর এবার ফেস মাস্কের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সার্জিক্যাল ফেস মাস্কের প্রতিটির মূল্য হবে সর্বোচ্চ ৩০ টাকা। এর চেয়ে বেশি দামে কেউ এই পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৫৫ টাকার প্রোমিস্কো ব্র্যান্ডের সার্জিকাল ফেস মাস্কের দাম রাখছে ২৫০ থেকে ৩০০ টাকা।জিংক ট্যাবলেট এর মূল্য পূর্বে এক বক্স ২০০ টাকার কম ছিল।গত পরশু হাজারী গলিতে বক্স ৪৫০ -৫০০ টাকা দাবী করছে। এভাবে অন্যান্য অনেক ঔষধের বিক্রি মূল্য দাবী করছে। অবাক হওয়ার মতো বাড়তি ঔষধের দাম, ১৫০০ টাকার অক্সিমিটার এখন ৩৫০০/ থেকে ৪০০০/
অক্সিজেন সিলিন্ডারের কথা নাই বললাম। এদেশের কিছু মানুষের কি কোনো নীতি নেই! এরা মৃত্যু নিয়ে ব্যবসা করছে।মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচঅারএফ সূত্র অারো জানায়, মেডিসিনের পূর্বের ও বর্তমান রেট।

প্যারাসিটামল, নাফা, নাফা এক্সট্রা – ৫শ mg ১পাতা ৮/- থেকে ২০/-

ফেক্সোফেনাডিল গ্রুপের আগের দাম ৭৫/- বর্তমান ৯০-১০০/-

মনটিন ১০mg ১পাতা ২১০ থেকে ২৩০/-

মনাস ১০mg ১বক্স ৪১৫/- বর্তমানে- ৪৮০/-

ডেটল, সেবলন এমআরপি চেয়ে তিনগুণ বেশি দামে বিক্রি হয়।

অক্সিজেন প্রতি ঘন্টা ৩৫০/- বর্তমানে ১০০০/- তবে, এক এক হসপিটালে এক এক রেট। ইচ্ছা মতো দাম নেন হসপিটাল মালিক।

সার্জিক্যাল ফেস মাস্ক ১বক্স আগে ৪০০/- বর্তমানে ৭৫০-৯০০ পর্যন্ত।

হ্যান্ডগ্ল্যাভস ১জোড়া ১০/- বর্তমানে তিনগুণ দামে বিক্রি হয়।

উপরে যে মেডিসিন গুলোর দাম দেখানো হয়েছে সবই ঠিক আছে বাট Ivermectin 6mg 15 taka, present rate 100+taka। তবে, মার্কেটে প্রচুর চাহিদা থাকার কারণে ঔষধ ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম নিচ্ছেন।
ডক্সিসাইক্লিন, ডক্সিক্যাপ, (শ্বাসকষ্টের জন্য) ১পাতা ২০টাকা এমআরপি, বতর্মানে ৫০-৫৫ টাকা বিক্রি হয়।
মহামারী উপলক্ষে- কোম্পানিগুলো চলমান মেডিসিন গুলোর উপর বিশেষ ছাড় দেয়া স্বত্বেও ঔষুধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চড়া দামে মেডিসিন বিক্রি করছে।
এদিকে জীবনরক্ষকারী অক্সিজেনের আকাশচুম্বী দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে যেমন বেড়েছে আতঙ্ক, তেমনিভাবে দাম আরো বাড়তে পারে এমন আশঙ্কায় বিত্তবানরা ঘরে মজুদ করছেন অক্সিজেন সিলিন্ডার।ভেজাল ঔষধ সামগ্রীরও ছড়াছড়ি। কোনটি অাসল কোনটি নকল বুঝার সাধ্যি নেই।
যারা এ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

লেখক : জিয়া হাবীব আহসান, আইনজীবী ও মানবাধিকার কর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম