এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর টংগীতে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী নাসিমা আক্তার (৩০) আটক করে টংগী পূর্ব থানা পুলিশ। এ সময় টংগী পূর্ব থানা পুলিশ ১০৫ বোতল ফেনসিডিলসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি নাসিমা আক্তার (৩০) হাতে নাতে কে আটক করে।
টংগী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানান, গতকাল রাতে গোপন সংবাদে জানতে পারি টংগী নোয়াগাঁও এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি নাসিমার বাসায় ফেনসিডিল কেনাবেচা হচ্ছে। তখন খবর পেয়ে আমি এবং আমার সংগীয় ফোর্স নিয়ে মাদক কারবারি নাসিমার বাসায় অভিযান চালাই। এ সময় তার হেফাজতে থাকা ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
টংগী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং আসামি নাসিমা আক্তার কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন।