1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে মুক্তিপন দাবিকারী তিনজন আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

টংগীতে মুক্তিপন দাবিকারী তিনজন আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৭৬ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীতে একটি গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামান নামে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ।
পুলিশ জানায়, টঙ্গী বাজার ভরানের বাসিন্দা নিজাম উদ্দিনের নেতৃত্বে সুমন, সাগর রিমনসহ আরও কয়েকজন মিলে একই এলাকার বাসিন্দা এবং একটি গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামানকে বুধবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফেরার পথে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ।মুক্তিপনের টাকা না পেয়ে অপহরণকারীরা জামানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে রিমনের বাসায় আটকে রাখে।
বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মোঃ শাহিন মোল্লার নেতৃত্বে একদল পুলিশ অপহৃত জামানকে উদ্ধারের অভিযান চালায় এবং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী ভরান এলাকায় রিমনের বাসায় অভিযান চালিয়ে অপহরণকারী দলের সদস্য সুমন ও সাগরকে গ্রেপ্তার করে এবং পুলিশ রিমনের বাসা থেকে গুরুতর আহত অবস্থায় অপহৃত জামানকে উদ্ধার করে। পরে সুমন ও সাগরের স্বীকারোক্তি অনুযায়ী টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে অপহরণের মূল হোতা মোহাম্মদ নিজামউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরাঅপহরণকারী রিমন পালিয়ে যায়।
অপহৃত জামান জানায়, তাকে অপহরণের পর মুক্তিপণের দাবীকৃত দুই লাখ পঞ্চাশ হাজার টাকা না দেয়ায় অপহরণকারী নিজাম, সুমন, সাগর ও রিমন মিলে তাকে লোহার রড দিয়ে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত ও জখম করে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের পর থেকে তাদের তাদের লোকজন মামলা না করার জন্য আমার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহীন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকটিম উদ্ধার হয়েছে, উদ্ধারের সময় ভিকটিমের মোবাইলে প্রমাণ পাওয়া গেছে, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, ঘটনার সাথে জড়িত সকলকেই খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মু. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে । পলাতকদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম