নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা জেলার নাংগলকোট উপজেলার হেসিয়ারা গ্রামের শিমার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার অপরাধী সোহেল ডিএনএ করার চ্যালেন্জ করে। গতপরশু সোহেল গ্রেফতার হওয়ার পরি সে ডিএনএ পরিক্ষা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি করে।
এর আগে এই ঘটনা নিয়ে অনেক নাটকীয়তা হয়। যারমধ্যে গ্রাম্যশালীস অন্যতম। যাইহোক ঘটনাটি শ্যামল বাংলা নিউজে প্রকাশ হওয়ার পর থেকে এলাকাবাসী বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠে। তারপর অনেকের নাম কাকতালীয় ভাবে চলে আসে। যার ফলে ধর্ষণের ঘটনা নিয়ে একটি ধোয়াশার সৃষ্টি হয়। ধর্ষিতার তথ্যমতে, তার অপরাধী সোহেল তা অস্বীকার করার কোনো উপাই ছিলনা। কিন্তু অপরাধী সোহেলের আত্মবিশ্বাস এর সাথে ডিএনএ চ্যালেঞ্জ নেওয়াটা অনেকের মধ্যে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এই নিয়ে-যে এখানে কোনো চক্রান্ত চলছে না তো?
এখন আসল সত্য কোথায়, কার কাছে লুকিয়ে আছে কেউ ই জানেনা।আসল অপরাধী অনেক তীক্ষ্ণ ভাবে বিষয়টি নিয়ে খেলতেছে।
অবশেষে এলাকাবাসীর একটাই দাবী প্রশাসনের কাছে যে তারা আসল অপরাধী খুঁজে বের করুক। আমরা আসল অপরাধী কে সেটা দেখতে চাই এবং তার উপযুক্ত শাস্তি কামনা করছি।