নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ১৬ বিজিবি’র উদ্যোগে ব্যটালিয়নের কর্মএলাকায় কোভিড-১৯ এর কারনে নওগাঁ জেলার পোরশা ও সাপাহার এবং কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার (০৮ জুন) দুপুরে ১৬ বিজিবি’র নওগাঁ সদর দপ্তরে ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
দুপুরে ১৬ বিজিবি’র সদর দপ্তরে অবস্থিত সীমান্ত পাবলিক স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রান সামগ্রী বিতরন করেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএমজি।
এ সময় নওগাঁস্থ ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবার প্রতি ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আটা এবং ৫শ গ্রাম করে লবন বিতরন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।