1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে করোনা উপসর্গে নিহত -৪, সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ৩ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীর পল্লবীতে সাংবাদিক সমিতির জমিতে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পতন হলো এম পি ইলিয়াস মোল্লার একটি অপরাধ সাম্রাজ্য শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! চৌদ্দগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ করে কাঁচাবাজার স্থাপন, কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ঠাকুরগাঁওয়ে সেতু নির্মাণ কাজ রেখে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগে এলাকাবাসী রাউজানে শত শত বিঘা নষ্ট হচ্ছে কৃষি জমি -নিরব পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন

নাঙ্গলকোটে করোনা উপসর্গে নিহত -৪, সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ৩ স্বাস্থ্যকর্মীসহ ৬ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২২০ বার

নিজস্ব প্রতিবেদক :
নাঙ্গলকোটে দুই দিনের ব্যবধানে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চারজন নিহত হয়েছে। শুক্রবার ও শনিবার রাতে তাদের মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার ও শনিবার বিকেলে নমুনা সংগ্রহ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী করোনাসহ বিভিন্ন অসুস্থতায় দাফনে নিয়োজিত মানবিক সংগঠন পেড়িয়া ইউনিয়ন ওলামা পরিষদ স্বাস্থ্যবিধি মেনে নিহতদের দাফন সম্পন্ন করেন।

করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে নিহতেরা হলেন, উপজেলার পেড়িয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের সর্দার বাড়ির মৃত আসলাম হোসেনের ছেলে আলমগীর ড্রাইভার (৩৫), পৌরসভার বাতুপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী রহিমা বেগম (৬৫)। রহিমা বেগম ঢাকার মিরপুর মারা যায়। পরে গ্রামের বাড়িতে এনে লাশ দাফন করা হয়।

শনিবার রাতে নিহতরা হলেন, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পদুয়া গ্রামের মীর হোসেনের ছেলে অটোচালক জাহাঙ্গীর আলম (৩৫) এবং মক্রবপুর ইউনিয়নের বাননগর দক্ষিণপাড়া গ্রামের সাগর হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৫)।

আদ্রা দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য আবুল বশর বলেন, জাহাঙ্গীর আলমের জ্বর হয়ে ভালো হওয়ার পর সে অটো চালানোসহ স্বাভাবিক কাজকর্ম করে আসছিল। শনিবার সন্ধ্যায় বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দিলে লাকসাম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মক্রবপুর ইউনিয়নের ইউপি সদস্য ছোয়াব মিয়া বলেন, আলমগীর হোসেন শনিবার সন্ধ্যায় চট্রগ্রাম থেকে বাড়ি আসার পর রাতে হঠাৎ বুকে ব্যাথা দেখা দিলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঢাকা আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী করোনা পজিটিভ শনাক্ত ৬ জনের ১৪ দিনের হোম আইসোলেশন শেষে দ্বিতীয় ও তৃতীয়বার নমুনা সংগ্রহ করে নেগেটিভ ফলাফল পাওয়ার পর ৬ জনকে সুস্থ ঘোষণা করেন। তারা হলেন, উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের মৃত আবদুল করিমের স্ত্রী রশিদা আক্তার ও পুত্রবধু সুমি আক্তার, ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের ও নাঙ্গলকোট বেসরকারি নিউ এ্যাপোলো হাসপাতালের মার্কেটিং কর্মকর্তা এনায়েত উল্ল্যা। অন্য তিন জন হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারী ইন্সপেক্টর এবায়দুল হক, সিনিয়র স্টাফ নার্স নাছরিন আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের গাড়ি চালক আজহারুল ইসলাম।

করোনা আক্রান্তদের লাশ দাফনে নিয়োজিত মানবিক সংগঠন পেড়িয়া ইউনিয়ন ওলামা পরিষদের হাফেজ মাওলানা জাকির হোসাইন বেলালী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ পেয়ে স্বাস্থ্যবিধি মেনে আমরা লাশগুলো দাফন করি।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন, স্থানীয়রা নিহতদের ব্যাপারে বলেছেন, কিডনি, হার্ট, লিভারের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে তারা মারা গেছেন। পরীক্ষা ছাড়াতো করোনায় মারা গেছেন বলা যাবে না। তারপরও আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী আমাদের লাশ দাফনে নিয়োজিত টিম পাঠিয়ে তাদের দাফন সম্পন্ন করেছি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব মেশিন বন্ধ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম