দিলওয়ার খান, নেত্রকোনা : নেত্রকোনায় প্রতারণার দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা ডিবি ইন্সপেক্টর শাহ নূরে আলম জানান, করোনা মহামারিতে লকডাউন সময়ে নেত্রকোণা সদর থানা সহ বিভিন্ন থানায় সন্ধ্যার পর বের হয়ে গ্রামাঞ্চলে দোকান ও পথচারীর কাছ থেকে জোর পূর্বক মোবাইল, নগদ টাকা জোর করে নিয়ে যেত। ডিবি নেত্রকোনা তাদের গ্রেফতার করে মোবাইল, হ্যান্ডকাপ উদ্ধার করে। ডিবি নেত্রকোনা ইন্সপেক্টর নাজমুল হাসান ১৭ই জুন রাতে তার সঙ্গীয় পোসসহ নেত্রকোনা পৌরসভার মোড় ও সাতপাই নদীর পাড় থেকে দুই মোবারক ও আরাফাত প্রতারকদের আটক করে। নেত্রকোনা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেছে।