নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ ছাতারপাইয়ায় কানা শহীদের আস্তানায় এক শিশুকে(১৪) ধর্ষণের ঘটনায় আসামী মিজান (৪০) পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।
সোমবার রাত সোয়া দুটায় নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতার পাইয়া পূর্ব বাজারে পুলিশ আটককৃত শিশু ধর্ষন মামলার আসামী মিজানুর রহমানকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। মিজান পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে ।
নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী এলাকার নাওতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে । গত শনিবার রাতে এক বেকারী শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করলে তাকে আটক করা হয়।
তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একটি চোরা উদ্ধার করা হয় ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাকে আটক করে করে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীদের সাথে বন্দুকযুদ্ধে মিজান নিহত হয় এতে আমাদের রসূল মিয়া সরকার ও পিপল নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।