গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ার স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত শ্রমিক বহন করায় ১টি পরিবহনকে জরিমানা করেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন। এসময় আরেফিন টেক্সটাইলকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত শ্রমিক পরিবহন করার অপরাধে আরেফিন টেক্সটাইলকে ২০ হাজার টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়েছে।