নিজস্ব প্রতিবেদক :
“পাস – ফেলের জন্য দায়ী শিক্ষক “আমি মানতে রাজি না, কারণ আমি একজন শিক্ষকের সন্তান। আমার পিতা ১৯৫১ সালে SSC পাস করে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন।
আমার বাবার ছাত্র, জনাব এ,কে,এম সোলাইমান আহম্মেদ ( সোলাইমান ভাই, সাং শুকুর হাটা) আমার শিক্ষক জনাব খলিলুর রহমান ( অবঃ প্রধান শিক্ষক, কাশিয়ানী জি,ছি, পাইলট উচ্চ বিদ্যালয়) , জনাব মোরাদ মোল্লা ( চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ), জনাব আতর শেখ ( ভ্যান চালক )। শিক্ষকের দোষ থাকলে চার জনের মধ্যে ব্যবধান থাকার কথা না।
তবে আমি স্বীকার করি ভালো শিক্ষকের গুরুত্ব অপরিসীম। ফেসবুক, মোবাইল, ছাত্র রাজনীতি দায়ী বলে আমি মনে করি।
লেখক: চেয়ারম্যান “লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড।”