1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্ব রাজাবাজারে যেমন গেলো লকডাউনের প্রথম দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ ! সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার এক পরিবারের বিরুদ্ধে ১০ মামলা- প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন মাগুরায় দু’টি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার! মাগুরার কুমার নদীতে ভেসে উঠল নিখোঁজ ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ! ঠাকুরগাঁওয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ক্ষোভ আইনজীবীদের ! লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত 

পূর্ব রাজাবাজারে যেমন গেলো লকডাউনের প্রথম দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১৭৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা সংক্রমণের ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের প্রথম দিন চলছে। বাসিন্দাদের প্রবেশ-বাহির কঠোর নিয়ন্ত্রণসহ ওই এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাবাজারে পূর্বঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার (১০ জুন) রাত ১২টা থেকে লকডাউন করে দেওয়া হয় বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান।

স্থানীয় সূত্র জানায়, লকডাউন কার্যকরের আগে মঙ্গলবার বিকেলে অনেক কর্মজীবী বাসিন্দা ওই এলাকা ছেড়ে চলে যান। বুধবার সকালেও অনেকে এলাকা থেকে বের হয়ে কর্মস্থলে যেতে চান। পূর্ব রাজাবাজার এলাকায় একমাত্র প্রবেশ ও বাহিরের পথ গ্রিন রোড সংলগ্ন আইবিএ হোস্টেলের পাশের গেটে সকালে অনেকে ভিড় জমান। তবে, পুলিশ কাউকে বের হতে দেয়নি।

তেঁজগাও জোনের অতিরিক্ত উপ-কমিশনার রুবায়েত জামান জানান, লকডাউন শুরুর পর থেকে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দাদের বের হতে দেওয়া হয়নি। কাউকে ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি।

তবে এই এলাকায় বসবাসরত চিকিৎসক, নার্স ও সাংবাদিকদের পরিচয়পত্র দেখা সাপেক্ষে তাদের কর্মস্থলে যেতে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া, যেসব শিশুর টিকা দেওয়ার তারিখ ছিল এবং যাদের আগে থেকে চিকিৎসকের অ‌্যাপয়েনমেন্ট নেওয়া ছিল তাদের যেতে দেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন বাসা থেকে ময়লা সংগ্রহ করেছেন। সবজির একটি ভ‌্যান ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমন খান বলেন, ‘প্রথমদিন হিসাবে লকডাউন কার্যকরে আমরা সফল বলতে পারি। তবে কয়েকদিন গেলে বুঝতে পারবো মানুষ এটা মানতে পারছে কি না। ’

তিনি বলেন, ‘সকালে অনেক চাকরিজীবী বের হতে চেয়েছিলেন। কিন্তু তারা এটা জানতেন না, যদি কোনো চাকরিজীবী লকডাউন এলাকার মধ‌্যে থাকেন তাহলে তার অফিস বন্ধ থাকে। এ বিষয়টি বোঝানোর পর সবাই বাসায় ফিরে গেছেন। এছাড়া অনেকে অনলাইনে কেনাকাটার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন-আমরা তাদের পরামর্শ দিয়েছি। তবে সারা দিনে সাহায‌্য চেয়ে আমাদের কাছে কোনো ফোন আসেনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম