1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসীদের জীবন বাস্তবতা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন– দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

প্রবাসীদের জীবন বাস্তবতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৮৬ বার

|ইস্রাফিল হাজারী|
এইতো ছোট ভাই টা ইন্টার পাশ করুক, তাকে বিদেশ নিয়ে আসবো । আমার প্রবাস জীবনের ৭/৮ বছর হয়ে গেছে , ছোট ভাইটা ইন্টার শেষ করতে আরো চার বছর লাগবে , অফিসের বসের সাথে কথা বলছি আমার ভাইয়ের জন্য একটা ভালো ভিসা দিবেন এবং একটা কাজের ব্যবস্হা করে দিবেন । কারণ আমার মতো লেবারী করবে চোখের সামনে ভাই আমি তা মেনে নিতে পারবো না । তাই সিদ্ধান্ত নিলাম আগামী বছর গুলি কিছু টাকা বাড়ীতে দিবো কিছু টাকা ভাইয়ের ভিসার জন্য মাসে মাসে জমাবো । ওরে একটা লাইন ঘাট করে দিয়ে আমি একেবারে দেশে চলে যাবো বিদেশ আর ভালো লাগেনা ।
চার বছর পর ছোট ভাই আসলো , অফিসের বস কথা মতো ভালো বেতনে ভালো কাজ দিলো , ১২/১৩ বছর ফ্যামিলির বোঝা টানতে টানতে ক্যাশ ক্যাপিটাল মোটেও নাই । তারপরও সিদ্ধান্ত নিলাম না বিদেশ আর ভাল লাগে না । বাড়ীতে ফোন দিয়ে মা বাবা কে বললাম আমি সিদ্ধান্ত নিছি দেশে চলে আসবো। মা কতক্ষন চুপ থেকে বললো বাবা তোর বোনটা ক্লাস নাইনে পড়ে চারদিক থেকে বিয়ের জন্য আসতেছে, তুই চলে আসলে ওরে কে বিয়ে দিবো ? কোথায় পাবো এত টাকা? সিদ্ধান্ত নিলাম বোনটা অন্তত এস এস সি পাশ করুক তারপর তাকে বিয়ে দিয়ে দেশে চলে যাবো ।দুই বছর পর বোনকে বিয়ে দিয়ে স্বস্তির নি:শ্বাস ফেললাম । এই বুঝি অবসরে যাচ্ছি ।

ভাইকে ডেকে বললাম সিদ্ধান্ত নিয়েছি দেশে চলে যাবো , তাকিয়ে দেখলাম ভাইয়ের আকাশে কালো মেঘ । তার অভিযোগ আপনি চলে গেলে সংসারের হাল ধরবে কে? আমার একার পক্ষে সম্ভব নয় । এদিকে আমি বিষম চিন্তায় পড়ে গেলাম সে তো সংসারের হাল ধরতে রাজী নয় আবার আমি দেশে গেলে আমার দুইটা মেয়ে আর আমার দেখাশুনা করবে কে? পরেরদিন সকাল বেলা তার এক ফ্রেন্ড ফোন করে বলল ভাই আপনার ছোট ভাইয়ের এক মেয়ের সাথে রিলেশন আছে সে তাকে বিয়ে করবে ।যদি আপনাদের সম্মতি না পায় সে নিজ সিদ্ধান্তে বিয়ে শেষ করবে ।
বিষয় টা আমিও অনেকদিন যাবত আঁচ করতে পেরেছি ছোট ভাই আজকে ৫/৬ মাস আমার কাছে কোন টাকা পয়সা দেয়না । দিনে দিনে হতাশা আমার বেড়ে যাচ্ছে ।
হঠাৎ একদিন খবর পেলাম ছোট ভাই তার দুই বেস্ট ফ্রেন্ড কে নিয়ে দেশে যাচ্ছে বিয়ে করতে । দারুন হতাশা আমাকে চেপে ধরলো ।
এমন গভীর কষ্টের কথা কারে বলবো , ডাক্তার নিষেধ করেছে বৃদ্ধা মা কে টেনশন না দিতে কারণ উনার বয়স বেড়েছে অতিরিক্ত টেনশন করলে স্টোক করতে পারেন ।

অবশেষে আমার স্ত্রীকে ফোন দিয়ে বললাম আমার আর ভালো লাগেনা আমি দেশে চলে আসবো । স্ত্রী আমার বলে বড় মেয়েটা ক্লাস ফোরে পড়ে ছোট মেয়ে ক্লাস টু , তুমি চলে আসলে ওদের লেখাপড়া বন্ধ হবে এবং ফ্যামিলি কে দেখবে আমাদের কি হবে?
চিন্তা করলাম আমি দেশে গিয়ে কি করবো কি খাবো মেয়েদের পড়াশুনার খরচ কে দিবে? অনেকটা মান অভিমানে সিদ্ধান্ত নিলাম জীবনের সব সুখ ত্যাগ করলাম চিন্তা করলাম আমি তো প্রবাসী আর প্রবাসী মানে ই তো কলুর বলদ । আর পিতা হিসেবে সন্তান মানুষ করাই আমার দায়িত্ব । রয়ে গেলাম বিদেশে এভাবে ই চলছে আমার জীবন ।

কেটে গেলো জীবন থেকে ৬ টি বছর । মেয়ে আমার ক্লাস টেনে পড়ে, বিয়ের জন্য পাত্র আসে । মেয়ের বাবা বিদেশ তাই পাত্র পক্ষের চাহিদা অনেক বেশি । সিদ্ধান্ত নিলাম এই বছর বিয়ে দিবো । এত টাকা কোথায় পাবো ? ঋণ করবো? অনেক টেনশন রাতে ঘুমাতে পারিনা । হঠাৎ একদিন আমার বিষম জ্বর এলো ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো করোনা টেস্ট করতে হবে । করোনা টেস্ট হলো করোনা পজিটিভ আমার ।
আমি এখন হাসপাতালের বেডে জীবন মরণের সন্ধিক্ষণে । ক্ষমা করিস মা আমি তোর ব্যর্থ পিতা । তোরে বিয়ে দিবো বলে টাকার জন্য লকডাউন ভেঙ্গে কাজ করে সর্বনাশা করোনার ছোবলে আক্রান্ত হয়েছি । আমি পারিনি তোদের স্বপ্ন পুরণ করতে । আজকে ডাক্তাররা বলতে শুনলাম আমার আর সময় বেশি নাই । হাসপাতালের বেডে অনেক সুখে আছি মা , এখন আর ভোর চারটায় ডিউটিতে যেতে মাথার কাছে alarm clock বাজে না, এখন আর এক গাধা টেনশন নিয়ে রাতের বেলায় ঘুমাতে হয়না । জানি এখন শুধু মহান রবের শেষ এলার্ম বাজবে । আর সেই এলার্মে চিরতরে ঘুমিয়ে যাবার অপেক্ষায় ।

এই হচ্ছে প্রবাসীদের বাস্তব নিয়তি । আল্লাহ আমাদের সহায় হোক আমিন ।
লেখক ইস্রাফিল হাজারী
প্রতিষ্ঠিতা আরডিএফ
উপদেষ্টা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। কুমিল্লা জেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম