বদরুল হক:: চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম শহরে ২য় দফায় পিপিই প্রদান করলেন ফর্টিস গ্রুপের এমডি, র পক্ষে ব্যবসায়ী নুরুল আনোয়ার। ৮ই জুন (সোমবার) আনোয়ারা থানার রাঙ্গাদিয়া পুলিশ ফাড়িঁ, কর্ণফুলী থানা, কর্ণফুলী বন্দর পুলিশ ফাড়িঁ, আনোয়ারার সিনিয়র সাংবাদিকবৃন্দকে, এবং চট্টগ্রাম শহরে দৈনিক ইত্তেফাক ব্যুরো অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়ী নুরুল আনোয়ার নিজে গিয়ে এই পিপিই গুলো স্ব-স্ব কর্মকর্তাদের হাতে তুলে দেন। পিপিই পেয়ে প্রশাসন ও মিডিয়া কর্মীরা ফর্টিস গ্রুপের এমডিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফর্টিস গ্রুপের সফলতা কামনা করেন। এব্যাপারে ফর্টিস গ্রুপের পক্ষে পিপিই বিতরণকারী নুরুল আনোয়ার বলেন,ফর্টিস গ্রুপের কোন ব্যবসা কিন্তুু আনোয়ারায় নাই। তারপরেও আমার সাথে ব্যক্তিগত সর্ম্পক থাকার কারণে আমার অনুরোধে ১ম ও ২য় দফায় চিকিৎসক, প্রশাসন, মিডিয়াকর্মী, মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ অনেককে পিপিই ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা জন্য দিয়েছেন। এবং আশাকরি ফর্টিস গ্রুপ ভবিষ্যৎতে যে কোন ক্রান্তিকালে জনগণের পাশে থাকবে। ফর্টিস গ্রুপ এই পর্যন্ত চট্টগ্রামে সরকারী, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার পিপিই ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন। তিনি ফর্টিস গ্রুপের এমডি মুহাম্মদ সাহাদাত হোসেন ও তাহার পিতা মাতার জন্য সকলের কাঁছে দোয়া ও ফর্টিস গ্রুপের সফলতা কামনা করেন।