♦
ফলে,ফলে বাক যুদ্ধ
যায়না চোখে দেখা,
কেনই-বা যুদ্ধ তাদের
নীচের ছড়ায় লেখা।
গর্ব করে আম
আমার কত নাম,
পাকা-কাঁচা দু-বেলাতে
অনেক বেশি দাম।
জাম বলে থাম
নেইতো কোন কাম,
কালো জামে সবাই খুশি
সব মানুষে খান।
কাঁঠাল বলে রাখো,
কালো শরীর ঢাকো,
ফলের পরে তরকারীতে
তোমরা কি কেউ থাকো ?
বলছে এবার লিচু
আমি কি নই কিছু ?
আবীর মাখা দেখে সবাই
আমার ধরে পিছু।
ডালিম বলে ভাই
সত্যের গান গাই,
আমার মতো হাজার দানা
কোন ফলে নাই।
কথা শুনে পেঁপে
বড্ড যায় ক্ষেপে,
কাঁচায়-পাকায় আমি বড়,
দেখতে পারো মেপে।
হেসে বলে কুল
করেছো তোরা ভুল,
টক-মিষ্টি দুটোই আমি
নেইতো কারো তুল।
বলছি তেঁতুল আমি
আর নয় মাতলামি,
সবার কাছে আমার আচার
সবচে বেশি দামী।
রেগে বলে আঙ্গুর
রাখো তোমার কথার সুর,
আমার মতো নওতো তোরা
মিষ্টি স্বাদে ভরপুর।
বলছে শুনে কমলা
করেছো মিছে ঝামলা,
আমার জন্য সবাই পাগল
গরীব, ধনী, আমলা।
পেয়ারা এবার কয়
কথায় বড়ো নয়,
দেশ জুড়ে সবার সাথে
আমার পরিচয়।
আপেল ভেবে বলে
এভাবে কি চলে ?
আমার মতো মিষ্টি স্বাদ
আছে কি, কোন ফলে ?
এবার বলে নারকেল
বন্ধ করো কথার খেল,
ডাবের পানি অনেক দামী
দিচ্ছি সদা মাথার তেল।
আনারস শুনে কয়
যুক্তি দিয়ে নয়,
শরীর জুড়ে মিষ্টি রস
কোন ফলে কি, হয় ?
অনেক পরে আতা
বলছো তোরা জা-তা,
স্বাদে-গন্ধে আমিই সেরা
খুলে দেখো খাতা।
মাথা তুলে কলা
শেষ কি তোদের বলা ?
আমায় চিনে বিশ্ববাসী
রুপ-গুনে টলমলা।
মুখ খুললো তাল
কথায় বেশ ঝাল,
উঁচু তলায় থাকি আমি
তোদের চেয়ে ভাল।
শেষে বলে জলপাই
আসো সবাই বুঝতে চাই,
গর্ব করার কিছু নাই
সব-এর মালিক,তিনিই সাঁই।
মোঃ রায়হান সিরাজী
লেখক,
কবি, সাহিত্যিক,ছড়াকার,নাট্যকার,সংগঠক ও প্রভাষক।