শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মোহাম্মদ ইকবাল। তিনি এক শোক বার্তায় বলেন, বদর উদ্দিন আহমদ কামরান একজন বঙ্গবন্ধর সৈনিক হিসেবে আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে লালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত।আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানাচ্ছি।