মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিদেশে থেকে বাংলাদেশে এলে দেখাতে হবে করোনা নেগেটিভের সার্টিফিকেট। তা না হলে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এমনটা জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বন্ধ আকাশপথ মুক্ত হচ্ছে ধীরে ধীরে। সচল হচ্ছে বিমান বন্দরের কার্যক্রম। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যাত্রীদের সুরক্ষা। জীবাণুনাশক টানেলের ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে যাত্রীদের। ফিরিয়ে দেয়া হচ্ছে তাপমাত্রা বেশি হলেই। ভেতরে ঢোকার পর দেয়া হচ্ছে গ্লাভস ও মাস্ক।
আর যারা বিদেশ থেকে আসবেন, তাদের দেখাতে হবে করোনা না থাকার প্রমাণপত্র। তা না পারলে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
দীর্ঘ তিন মাস পর মঙ্গলবার চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। সোমবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের প্রথম বিমানে ঢাকায় এসেছেন ৩৩ জন আর গেছেন ২৭৪ জন। সপ্তাহে চলবে তিনটি ফ্লাইট। রোববার চালু হবে বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইট।
তবে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করছে সেসব দেশে বাংলাদেশি যাত্রী ও উড়োজাহাজ প্রবেশে অনুমতির ওপর।