♦
আয়না হতে চেয়ে তোমার
স্বপ্ন খানি ভেঙেছে আমার,
রাতভর প্রতিক্ষা শেষে
ভোরের শিশির পড়লোব ঘাসে।।
সিদুর রাঙা এই সিথিতে
রাঙিয়েছো দেখ রংতুলিতে,
ভোরের স্নানে লাল টিপখানি
মুছে গেছে কবে মনের গ্লানি।
কেশের জলে ছুঁয়েছি তোমায়
নিখুঁত স্পর্শ দিয়েছো খোপায়,
চুলের ঢেউয়ে লুকিয়ে ছিলে তুমি
নেশাচর মনে বহু কেঁদেছিলাম আমি।
নিস্তব্ধ রাতের বুক ছেড়া আর্তনাদের ছলে
সব হারিয়েছিলাম ছোট্ট কিছু মহা ভুলে
মিষ্টি মধুর স্বপ্ন দেখেছিনু তোমার আবির্ভাবে
নীরব কষ্টে ছিনিয়েছো তুমি অশ্রু ঝড়ায়ে ভবে।