অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সন্দেহজনক তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার ১৭ জুন সন্ধ্যা সাড়ে ছয়টায় সন্দেহজনকভাবে আটককৃতকে মডেল থানায় নিয়ে আসা হয়।
আটককৃত গৌতম বণিক (৩৫) ফেনী জেলার ফুলগাজী থানার ৯ নং পৌরসভা এলাকার উওর বড়ইয়াধীন অমর চাঁদ এর বাড়ির ফনি লাল বণিকের পূত্র।
জানা গেছে, সে চট্টগ্রামে বাসা নিয়ে বসবাস করত, এবং হাজারী গলি মিয়া শপিং কমপ্লেক্স মার্কেট চন্দন সেন এর দোকানে চাকরি করতো।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
১৭/০৬/২০২০